আওয়ার ইসলাম: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নিজ দলের কোনো নেতা দুর্নীতি-লুটপাট করে ধরা পড়লে লজ্জায় মুখ দেখাতে না পারলেই তাকে আওয়ামী লীগ হাওয়া ভবনের লোক বলে চালিয়ে দেয়।
আজ সোমবার দুপুরে করোনাভাইরাস প্রতিরোধে লক্ষণ ভিত্তিক হোমিওপ্যাথিক চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনকালে এ কথা বলেন রিজভী।
তিনি বলেন, রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যন সাহেদ তো আওয়ামী লীগের আন্তর্জাতিক উপ-কমিটির সদস্য। যখন ফাঁস হয়ে যায়, যখন মুখ দেখানোর কিছু থাকে না, তখন বিএনপি অথবা হাওয়া ভবনের বলে চাপিয়ে দেয় তারা।
রিজেন্ট হাসপাতাল ও জেকেজি হেলথকেয়ারের কর্ণধারদের ‘নৈপথ্য গডফাদাররা কেন ধরা-ছোঁয়ার বাইরে’ এমন প্রশ্ন তুলেছেন রিজভী। তিনি বলেন, সাহেদ (মো. সাহেদ) ও জেকেজির চেয়ারম্যানের (ডা. সাবরিনা আরিফ) কেলেঙ্কারি, এরা সবাই আওয়ামী লীগের লোক। আজকে যখন চারিদিক থেকে আওয়াজ উঠেছে কই রুই-কাতলা তো ধরা পড়ে না। নামমাত্র একজন (ডা. সাবরিনা) গতকাল (রোববার) ধরা পড়লেন। এর পেছনে গডফাদার কারা? এর পেছনে ক্ষমতাশালী লোক তারা কারা? কই তারা তো ধরা পড়ে না। সাহেদের সাথে, জেকেজির সাথে আরও জড়িত যারা আছে তাদের তো আপনারা (সরকার) ধরতে পারবেন না। রুই-কাতলাদের আপনারা ধরতে পারবেন না। কারণ ওরা ক্ষমতাশালী লোক।
ক্ষমতাসীন আওয়ামী লীগের সমালোচনা করে রিজভী বলেন, সিঙ্গেল স্ট্যান্ডার্ডে চলছে আওয়ামী লীগ। সেই সিঙ্গেল স্ট্যান্ডার্ড হচ্ছে তাদের মধ্যে মানবতার কোনো কাজ নেই, তাদের জনগণের পাশে দাঁড়ানোর কোন কাজ নেই। তারা দাঁড়িয়েছে জনগণের পকেট থেকে টাকা দিয়ে যে ত্রাণ কেনা হয়েছে, সেই ত্রাণ আওয়ামী লীগের নেতাদের বাসা, গ্যারেজ, পুকুর, মাটির তলা থেকে পাওয়া গেছে। এভাবে তারা মানুষের পাশে দাঁড়িয়েছে।
-এএ