আওয়ার ইসলাম: মরণঘাতী করোনাভাইরাসের সংক্রমণের কারণে দীর্ঘদিন ধরেই বিশ্বের বিভিন্ন দেশের মতো আরব দেশগুলোতে মসজিদে জুমার নামাজ বন্ধ ছিল।
তবে সম্প্রতি সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায়ের অনুমতি দেওয়া হয়েছে। এই তালিকায় এবার যুক্ত হলো কুয়েত। আগামী শুক্রবার থেকে দেশটিতে শর্ত সাপেক্ষে জুমার নামাজ আদায়ের অনুমতি দেওয়া হয়েছে।
কুয়েত সরকার পাঁচ ধাপে স্বাভাবিক জীবনে ফেরার যে কর্মসূচি ঘোষণা করেছে তারই অংশ হিসেবে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের অনুমতি আগেই দিয়েছে। সেই কর্মসূচির অংশ হিসেবে এবার জুমার নামাজের অনুমতি দেওয়া হলো। আগামী শুক্রবার থেকে জুমার নামাজ আদায় করা যাবে বলে জানিয়েছে দেশটির ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
তবে মুসল্লিদের এক্ষেত্রে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষিত বেশ কিছু শর্ত মানতে হবে। সেগুলো হলো- জুমুআর নামাজের ৩০ মিনিট আগে মসজিদ খুলে দেওয়া হবে। সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৫০ বছর বয়সী মুসল্লিরা মসজিদে প্রবেশ করতে পারবেন।
অবশ্যই প্রত্যেক মুসল্লিকে নিজ নিজ জায়নামাজ সঙ্গে নিয়ে মসজিদে আসতে হবে। জুমার খুতবা খুবই সংক্ষিপ্ত হবে এবং নামাজে তুলনামূলক ছোট সুরা পড়তে হবে।
মসজিদে প্রবেশের আগে প্রত্যেক মুসল্লির শরীরের তাপমাত্রা চেক করা হবে। কারো তাপমাত্রা ৩৭.৫ ফারেনহাইটের বেশি হলে মসজিদে প্রবেশ করতে দেওয়া হবে না। মসজিদে ঢোকা ও বের হওয়ার সময় অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।
দেশটির ধর্ম মন্ত্রণালয়ের তথ্যমতে, যেহেতু খুতবা সংক্ষিপ্ত হবে সেহেতু মসজিদগুলোতে বাংলা ভাষাসহ অন্য কোনো দেশের ভাষায় জুমার ভাষণ দেওয়া যাবে না। অর্থাৎ শুধু আরবিতে সংক্ষিপ্ত খুতবা হবে। পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত এ অবস্থা চলবে।
-এটি