আওয়ার ইসলাম: কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) উপ-পরিচালক জাকির হোসেনসহ প্রতিষ্ঠানটির ৬ জনকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সাম্প্রতিক এন-৯৫ মাস্ক নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আগামী ১৯ ও ২০ জুলাই তাদের তলব করা হয়েছে।
রোববার দুদকের পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলী তাদের তলবি নোটিশ পাঠান বলে জানা গেছে।
যাদের নোটিশ দেয়া হয়েছে তাদের মধ্যে তিন জনকে ১৯ জুলাই ডাকা হয়েছে। তারা হলেন- সহকারী পরিচালক ডাক্তার শাহজাহান, ডেস্ক অফিসার ডাক্তার সাব্বির আহম্মেদ এবং স্টোর অফিসার কবির আহম্মেদ। বাকি তিন জনকে পরের দিন ২০ জুলাই তলব করা হয়েছে। তারা হলেন- সিনিয়র স্টোর অফিসার ইউসুফ ফকির, উপ-পরিচালক ডাক্তার জাকির হোসেন এবং মেডিক্যাল অফিসার জিয়াউল হক। সংশ্লিষ্টদের ওই দিন সকাল ১০টায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির থাকতে বলা হয়েছে।
এর আগে মাস্ক দুর্নীতির ঘটনায় ঠিকাদারী প্রতিষ্ঠান জেএমআইয়ের চেয়ারম্যান আবদুর রাজ্জাকসহ তিন জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
প্রসঙ্গত, করোনা শুরু হওয়ার পর দেশের স্বাস্থ্য খাতের নানা অনিয়মের চিত্র প্রকাশ পেতে থাকে। এ নিয়ে নানা সমালোচনার মুখে সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তর ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করে তাদের সঙ্গে লেনদেনে নিষেধাজ্ঞা জারি করে। যদিও দুদক ওইসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কয়েক মাস আগেই ব্যবস্থা নিতে বলেছিল।
-এএ