বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৭ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭


পাকিস্তানের বিশিষ্ট আলেম পীরে কামেল আল্লামা আজিজুর রহমান হাযরাভির ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

পাকিস্তানের বিশিষ্ট আলেম দীন, জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের প্রবীন নেতা, পীরে কামেল আল্লামা আজিজুর রহমান হাযরাভি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সূত্র: উর্দু পয়েন্ট

আজ মঙ্গলবার (২৩ জুন) সকালে তার ইন্তেকাল হয়। স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায় জামিয়া দারুল উলূম জাকারিয়া ইসলামাবােদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

আজিজ উর রহমান হাজারভি (১৯২২-২৩ শে জুন ২০২০) একজন পাকিস্তানি ইসলামি স্কলার ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম এর প্রবীণ নেতা (এফ)। ইসলামাবাদে জামিয়া দারুল উলূম জাকারিয়ার সভাপতি ছিলেন। তিনি মুহাম্মদ জাকারিয়া কান্ধলভি রহ. খলিফা ছিলেন।

তার মৃত্যুতে জমিয়তে উলামায়ে ইসলাম-এর প্রধান, মাওলানা ফজলুর রহমান, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং সিনেটর মাওলানা আবদুল গাফুর হায়দারী শোক প্রকাশ করেছেন। জমিয়তে উলামায়ে ইসলাম প্রধান বলেন, হজরতের মৃত্যুতে দেশ একজন মহান নেতাকে হারিয়েছে। তার স্থান অপূরণীয়। সূত্র:উর্দু পয়েন্ট

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ