বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৭ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭


কুর্দিদের বিরুদ্ধে যৌথ অভিযান চালাতে প্রস্তুত তুরস্ক-ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরান ও ইরাকের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা কুর্দিদের বিরুদ্ধে যৌথভাবে হামলা চালাতে সম্মত হয়েছে তুরস্ক ও ইরান। দুই রাষ্ট্রই একে অপরকে এ বিষয়ে সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছে। এমনটিই দাবি করেছেন ডক্টর সারবিস্ট নেবি নামে একজন রাজনৈতিক বিশেষজ্ঞ।

তিনি বলেন, সম্প্রতি ইরাকের কুর্দিস্তান অঞ্চলে তুর্কি হামলা এরই বার্তাই বহন করে যে, ইরান-তুরস্ক এখন একসঙ্গে কুর্দিদের বিরুদ্ধে লড়াই করবে। এই পরিকল্পনায় ইরাকের সাবেক প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদিও যুক্ত আছেন।

তিনি আরো বলেন, কুর্দি সম্প্রদায়ের কর্তৃত্বকে গুঁড়িয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক ও ইরান। ডক্টর সারবিস্ট নেবির দাবির সঙ্গে একমত পোষণ করেছেন ইরাকের ওমারান জেলার কুর্দিশ মেয়র ফারজাং আহমেদ। তিনি বলেন, আমাদের সন্দেহ তুরস্ক ও ইরান সমঝোতা করেছে। কারণ এই প্রথম তুরস্ক এই এলাকায় হামলা করেছে।

আল-আরাবিয়া নিউজ বলছে, এই বৈঠকের পরই আঙ্কারায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফের সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু।

জানা যায়, গত দুইদিন ধরে উত্তর ইরাকে সীমান্ত ঘেঁষা ইরানি কুর্দেশিয়ান এবং ডেমোক্র্যাটিক পার্টি অব ইরানিয়ান কুর্দেশিয়ান (পিডিকেআই) অধ্যুষিত এলাকা লক্ষ্য করে আর্টিলারি হামলা করছে ইরান। একই এলাকায় তুরস্কও একাধিক হামলা করেছে।

স্থানীয় কুর্দিশ গণমাধ্যম জানায়, যেসব এলাকায় হামলা হয়েছে সেসব এলাকার গ্রামগুলো জনশূন্য হয়ে পড়েছে। মানুষ জীবন বাঁচানোর তাগিদে অন্য জায়গায় পালিয়ে গেছে।

192969

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ