বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
মাসনা মাদরাসার  বার্ষিক মাহফিল—আত্মশুদ্ধি ও রূহানিয়্যাতের মহামিলন সৌদিতে সভা-সমাবেশ নিয়ে কঠোর সতর্কতা বাংলাদেশ দূতাবাসের ট্রাম্পের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় জোহরান মামদানির প্রধান উপদেষ্টার কাছে জামায়াতে ইসলামীসহ ৮ দল স্মারকলিপি দেবে আজ প্রথম মুসলিম দেশ হিসেবে তামাক নিষিদ্ধের ঘোষণা দিল মালদ্বীপ 'বাঙ্গরাবাজার থানা’ উপজেলা হলে খুলে যাবে সম্ভাবনার নতুন দুয়ার হজ চুক্তি সই করতে সৌদি আরব যাচ্ছেন ধর্ম উপদেষ্টা জোটে ভোট কাটে রাজনীতির ঠোঁট ভারতের প্রেসক্রিপশনে আন্দোলন সফল হতে দেবে না জনগণ: মাওলানা ইউসুফী ‘বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি স্কুল-কলেজে ধর্মীয় শিক্ষক নিয়োগের চেষ্টা করব’

ভর্তির পর শিক্ষার্থীরা মাদরাসায় অবস্থান করতে পারবে না: বেফাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।
ডেপুটি এডিটর>

বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া ভর্তির পর শিক্ষার্থীদের মাদরাসায় অবস্থান না করার পরামর্শ দিয়েছে।

আজ সোমবার বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাপরিচালক মাওলানা যােবায়ের আহমাদ চৌধুরী আওয়ার ইসলামকে এ কথা জানান।

তিনি বলেন, কাওমি মাদরাসাসমূহে ভর্তির বিষয়ে সরকারের সাথে আলােচনার পর এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে কওমি মাদরাসায় ভর্তি কার্যক্রম পরিচালনা করতে কোনাে বাধা নেই।

তবে ভর্তির পর কোন ছাত্র/ছাত্রী কিছুতেই প্রতিষ্ঠানে অবস্থান করতে পারবে না।

বিগত শিক্ষাবর্ষের কেন্দ্রীয় পরীক্ষা গ্রহণ, মাদরাসায় ক্লাস পরিচালনার বিষয়ে তিনি বলেন, কেন্দ্রীয় পরীক্ষা গ্রহণ, মাদরাসায় ক্লাস পরিচালনা, হােস্টেলে ছাত্র/ছাত্রী অবস্থানের নির্দেশনা পরবর্তীতে জানানাে হবে।

মাদরাসা খোলার বিষয়ে তিনি বলেন, দেশের এ পরিস্থিতিতে সরকার শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে যে সিদ্ধান্ত নেয় আমরাও সে অনুযায়ী পরবর্তি পদক্ষেপ গ্রহণ করবো।

এদিকে গতকাল রোববার সরকারের সঙ্গে কয়েক দফা আলাপ আলোচনার পর সম্মিলিত কওমি মাদরাসা শিক্ষা সংস্থা ‘আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ এ সিদ্ধান্তে পৌঁছেছে, স্বাস্থ্যবিধি মেনে সারা দেশের কওমি মাদরাসায় ভর্তি শুরু করতে কোনো বাঁধা নেই।

গতকাল রোববার ঢাকার পীরজঙ্গী মাদরাসায় এক বৈঠকে এ সিদ্ধান্ত নেন হাইয়াতুল উলইয়ার শীর্ষ নেতৃবৃন্দ।

বারিধারা মাদরাসার মুহতামিম আল্লামা নূর হোসাইন কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে কওমি মাদ্রাসার সর্বোচ্চ কর্তৃপক্ষ আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা আতাউল্লাহ হাফেজ্জি, মুফতি ছফিউল্লাহ, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা মাহফুজুল হক, মুফতি মোহাম্মদ আলী, মাওলানা নুরুল আমিন প্রমুখ।

বৈঠকের বিষয়ে আওয়ার ইসলামকে মাওলানা মাহফুজুল হক জানান, কওমি মাদরাসাগুলো কবে থেকে পাঠদান শুরু হবে বা আবাসিক কার্যক্রম কবে থেকে চলবে তা পরে সিদ্ধান্ত হবে। আপাতত ভর্তি কার্যক্রম চলবে। পর্যায়ক্রমে পরীক্ষাসহ সব বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। এখন স্বাস্থ্যবিধি মেনে সারা দেশের কওমি মাদরাসায় ভর্তি শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলূম ঢাকা আফতাবনগর মাদরাসার মুহতামিম মুফতি মোহাম্মদ আলী বৈঠকের বিষয়ে বলেন, কওমি মাদরাসার খোলা ও ভর্তির বিষয়ে সরকারের সঙ্গে কথা হয়েছে। আমাদের জানানো হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে কওমি মাদরাসায় ভর্তি করতে বাঁধা নেই।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ