মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

পবিত্র দুই মসজিদের রক্ষণাবেক্ষণে আন্তর্জাতিক কমিশন গঠনের দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুসলিম উম্মাহর দুই পবিত্র স্থান মক্কা ও মদিনার দুই মসজিদ রক্ষণাবেক্ষণের জন্য আন্তর্জাতিক কমিশন বা প্রশাসন গঠনের দাবি উঠেছে। যে কমিশনে প্রত্যেক মুসলিম দেশের প্রতিনিধি থাকবে এবং ওই কমিশন পবিত্র দুই মসজিদের দেখভাল করবে।

এ ব্যাপারে প্রচারণা শুরু করেছে আল-হারামাইন ওয়াচ নামে একটি বেসরকারি সংস্থা (এনজিও) । পবিত্র দুই মসজিদের ব্যাপারে দায়িত্ব পালনে সৌদি সরকারের বছরের পর বছর ব্যর্থতার কারণে এমন দাবি তোলা হয়েছে।

মিডল ইস্ট মনিটরের বরাতে জানা যায়, ইতোমধ্যে এই ক্যাম্পেইনকে সমর্থন দিয়েছেন প্রায় ১০০ মুসলিম স্কলার (আলেম) ও মানবাধিকার কর্মী। তাদের মূল লক্ষ্য হলো- মুসলিম সংখ্যাগরিষ্ঠ ও আরব অঞ্চল এবং ইউরোপের মুসলিম দেশ ও আমেরিকার মুসলিমদের মধ্যে পবিত্র দুই নগরী ও হজের ব্যাপারে সাম্প্রতিক সময়ে সৌদি সরকারের নেওয়া পদক্ষেপের ব্যাপারে সচেতনতা তৈরি করা।

আল-হারামাইন ওয়াচের মতে, সৌদি প্রশাসন আন্তর্জাতিক আইন এবং পবিত্র মক্কা ও মদিনা নগরীতে মুসলিমদের প্রবেশের অধিকার লঙ্ঘন করছে। সাম্প্রতিক বছরগুলোতে সৌদি সরকার কিছু দেশ ও গ্রুপের মুসলমানদের হজ পালন ও দেশটি ভ্রমণের ক্ষেত্র সীমিত করেছে। যেমন- কাতার ও ইরানিদের হজ পালনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

আল-হারামাইন ওয়াচ জানায়, সৌদি প্রশাসন দুই পবিত্র মসজিদের দেখভালে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তারা এই দুই মসজিদকে ঘিরে সাংগঠনিক কোনো কার্যক্রমেও উন্নতি দেখাতে পারেনি। বরং স্থায়ী রাজনীতিকরণ করা হয়েছে।

এ অবস্থায় সব ইসলামিক রাষ্ট্র ও সরকারকে আহ্বান জানাই এই উদ্যোগে সাড়া দিয়ে একটি আন্তর্জাতিক কমিশন গঠনের উদ্যোগ নিতে। যা দুই পবিত্র স্থানের প্রশাসনিক দায়িত্ব পালন করবে। সৌদি সরকারকেও এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেয়ার আবেদন জানানো হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ