বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৭ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭


রমজানে দোয়া করতে বলে মুসলমানদের শুভেচ্ছা জানালেন ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফরহাদ খান নাঈম।।

গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে বসবাসরত সকল মুসলিম ও সারা বিশ্বের মুসলমানদেরকে ‘রামাদান মুবারক’ বলে শুভেচ্ছা জানিয়েছেন। উক্ত শুভেচ্ছাবার্তায় তিনি সিয়াম পালনকারী সকলের জন্য প্রার্থনা করেছেন।

মুসলমানদেরকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, বিগত সময়গুলোতে আমরা দেখেছি, কঠিন পরিস্থিতিতে প্রার্থনার গুরুত্ব অপরিসীম। আজ পবিত্র রমজান মাসের শুরুতে আমি সিয়াম পালনকারী সকলের জন্য প্রার্থনা করছি যেনো তারা স্রষ্টার উপর দৃঢ় প্রত্যয় নিয়ে নিরাপদে সিয়াম সাধনায় নিয়োজিত হতে পারে।

রামাদান হলো আল্লাহ তা'য়ালার সন্তুষ্টির উদ্দেশ্যে উপবাস থাকা ও ইবাদতে মগ্ন হওয়ার মাস। চাঁদ দেখার উপর ভিত্তি করে এই মাস ২৯ অথবা ৩০ দিন পর্যন্ত স্থায়ী হয়।

রোজা ইসলামের পাঁচ স্তম্ভের একটি। এটি আত্মশুদ্ধির মাধ্যমে ধর্মভাবে উজ্জীবিত হওয়ার মাস। মুসলিমদের জন্য পাঠানো শুভেচ্ছাবার্তায় ট্রাম্প আরো বলেন, এই পবিত্র মাসটি সারা বিশ্বের লক্ষ লক্ষ মুসলমানের জন্য স্রষ্টার সন্তুষ্টির উদ্দেশ্যে উপবাস থাকা, ইবাদাতে মশগুল হওয়া, ধর্মীয় ভাবনায় নিয়োজিত হওয়া, কুরআন তিলাওয়াত করা ও দানশীলতার মাধ্যমে নিজেদের ঈমানকে আরো মজবুত করার একটি সুবর্ণ সুযোগ।

ট্রাম্প আরো বলেন, এই সৎকর্মগুলো এটাই প্রমাণ করে যে, ইসলাম বৈশ্বিক শান্তি-সম্প্রীতি, ভালোবাসা ও শ্রদ্ধাবোধ নিশ্চিত করতে কাজ করে।

এএ নিউজের সূত্রে ফরহাদ খান নাঈমের অনুবাদ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ