বেলায়েত হুসােইন।।
বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র রমজানের বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বের একাধিক খ্যাতিমান ফুটবল তারকা। শুভেচ্ছা জানাতে তারা ব্যবহার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার।
গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) তারকাদের ‘রমজান শুভেচ্ছা’ নিয়ে আল জাজিরা মুবাশির একটি প্রতিবেদন তৈরি করেছে। সেখানে দেখা গেছে বিশ্বের নামি-দামি ক্লাবের মুসলিম খেলোয়াড়েরা বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়েছেন।
নিজ নিজ টুইটার হ্যান্ডেল থেকে যেসব তারকা ফুটবলার শুভেচ্ছা জানিয়েছেন তাদের অন্যতম হলেন, ইংলিশ ক্লাব লিভারপুলের মিসরীয় খেলোয়াড় মুহাম্মাদ সালাহ, এস্টন ভিলার মিডফিল্ডার মাহমুদ আহমেদ ইবরাহিম হাসান, ফরাসি ফুটবলার বল পগবা, আর্সেনাল তারকা জনপ্রিয় জার্মানি খেলোয়াড় মেসুথ ওজিল প্রমুখ।
এছাড়া, লিভারপুলের গোলরক্ষক অ্যাড্রিয়ান সান মিগুয়েল রমজান উপলক্ষে করা এক টুইটে তার মুসলিম সতীর্থদের শুভেচ্ছা জানিয়েছেন। তার দলীয় দুই তারকা মুহাম্মাদ সালাহ ও সেনেগালের সাদিও মানের সঙ্গে একটি ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, বিশ্ব মুসলিম উম্মাহর জন্য রমজান মাস একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। সারা দিন রোজা রাখার মাধ্যমে মুসলমানরা নিজেদের আত্মার সঙ্গে গভীরভাবে সম্পর্ক গড়ে তোলে। রমজান তাদের জন্য কল্যাণ বয়ে আনুক।
তারকাদের সঙ্গে সঙ্গে কয়েকটি আন্তর্জাতিক ক্লাবের তরফ থেকেও রমজানের শুভেচ্ছা জানানো হয়েছে। স্প্যানিশ ক্লাব বার্সালোনা, ইন্টারমিলান ও জুভেন্টাস রমজানের শুভেচ্ছা জানিয়েছে। ইউনিসেফও স্বতন্ত্রভাবে মুসলিম উম্মাহর প্রতি রমজানের শুভেচ্ছা জানিয়েছে।
আল জাজিরা আরবি অবলম্বনে বেলায়েত হুসাইন
ওআই/আবদুল্লাহ তামিম