সোমবার, ০৩ নভেম্বর ২০২৫ ।। ১৮ কার্তিক ১৪৩২ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জুলাই আন্দোলনের অগ্রসেনানী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার নিন্দা ও প্রতিবাদ খুলনায় হাতপাখার সংসদ সদস্য প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির জরুরী বৈঠক সার্বিক উন্নয়ন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করতে চাই: হাফিজ ফখরুল ইসলাম ফরিদপুরে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থীর প্রচারণার গেট ও ব্যানার ভাঙচুর  জুলাই সনদের আইনি ভিত্তির জন্য নভেম্বরেই গণভোট দিতে হবে: এ টি এম মাছুম জামায়াত আমিরের আসনে বিএনপির প্রার্থী হলেন যিনি খালেদা জিয়াসহ ৯ নারী পেলেন বিএনপির মনোনয়ন ২৩৭ আসনে বিএনপির ধানের শীষ পেলেন যারা নাসিরুদ্দিন পাটওয়ারীর বিরুদ্ধে মামলায় মতিউর রহমান আকন্দ নিন্দা বস্ত্রহীন ঘুমানোর হুকুম কী ?

ইনজেকশন, ইনসুলিন, স্যালাইন, টিকা নিলে কি রোজা ভেঙ্গে যাবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি নূর মুহাম্মদ রাহমানী।।

রমজানের রোজা আল্লাহ পাকের ফরজ বিধান। মুমিন মাত্রই এর প্রতি গুরুত্ব দিতে হবে। অবহেলার কোনো সুযোগ নেই। ফরজ বিধান এই রোজা সঠিকভাবে পালন করতে হলে জানতে হবে কোন অবস্থায় রোজা ভঙ্গ হয়ে যায়, আবার কোন অবস্থায় রোজা ভঙ্গ হয় না। অর্থাৎ রোজার যাবতীয় বিধি-বিধান জানা একজন মুমিনের অবশ্য কর্তব্য। তাই আজকে আমি রোজার একটি গুরুত্বপূর্ণ মাসয়ালা আপনাদের সামনে তুলে ধরবো।

রমজান আসলে প্রায়ই একটা মাসয়ালা আমাদের সম্মুখে আসে যে, মুফতি সাহেব ইনজেকশন, ইনসুলিন, স্যালাইন, টিকা ইত্যাদি নিলে কি রোজা ভেঙ্গে যাবে?

এ বিষয়ে ইসলামি ফিকহের (আইন) পরিষ্কার সিদ্ধান্ত হলো, যে কোনো ধরনের ইনজেকশন বা টিকা নিলে রোজা নষ্ট হবে না। চাই তা রগে দেয়া হোক, যেমন সাধারণত রোগীদের দেয়া হয়, বা চামড়া বা মাংসে নেয়া হোক বা পেটে নেয়া হোক যেমন কুকুর কামড়ালে পেটে ইনজেকশন দেয়া হয়, এ সকল সূরতে সংখ্যাগরিষ্ঠ আলেমদের মতামত এটাই যে, এর দ্বারা রোজা ভঙ্গ হবে না।

কারণ আমরা জানি ইনজেকশন দ্বারা যেসব ওষুধ শরীরে প্রবিষ্ট করানো হয়, এটা রোজা ভঙ্গ হওয়ার গ্রহণযোগ্য রাস্তা তথা খাদ্যনালী বা মস্তিষ্কের কোনো রাস্তা দিয়ে প্রবেশ করানো হয় না। ওষুধটা ভিতরে ঢুকার পর খাদ্যনালী দিয়ে তা পেটেও যায় না, যদি পেটে যায়ও, তবে সেটা খাদ্যনালী দিয়ে নয়, বরং অন্য রগ দিয়ে তা ঢুকে থাকে। তাই ইনজেকশন দ্বারা রোজা ভাঙ্গা বলাটা রোজা ভঙ্গের কারণ সম্পর্কে অজ্ঞতার পরিচায়ক।

একই বিধান ইনসুলিন ও স্যালাইন নেয়ার। এগুলোর দ্বারাও রোজা ভঙ্গ হবে না। তবে রোজার কষ্ট লাঘবের জন্য স্যালাইন নেয়া মাকরূহ।

প্রমাণ: (রদ্দুল মুহতার ৩/৩৬৭; আলাতে জাদিদা কে শরঈ আহকাম : ১৫৩; ইমদাদুল ফাতাওয়া ২/১৪৪-১৪৭; ফাতাওয়া দারুল উলূম দেওবন্দ ৬/৪০৯; ফাতাওয়া মাহমুদিয়া ১৫/১৭৩-১৭৯; ইসলাম ও আধুনিক চিকিৎসা বিজ্ঞান)

উত্তর প্রদানে: মুফতি নূর মুহাম্মদ রাহমানী, মুহাদ্দিস জামিয়া আরাবিয়া দারুল উলূম বাগে জান্নাত
৪৩ নবাব সলিমুল্লাহ রোড, চাষাড়া, নারায়ণগঞ্জ।

ওআই/আবদুল্লাহ তামিম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ