মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :

৩৩৩ নম্বরে ফোন করলেই মিলবে ত্রাণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার কারণে সৃষ্ট পরিস্থিতিতে খাদ্য সংকটে পড়া মানুষরা যেন আরো সহজে ত্রাণ সহায়তা পেতে পারেন, সে বিষয় নিয়ে কাজ করছে সরকার। এ জন্য একটি হটলাইন নম্বর চালু করা হবে। নম্বরটিতে ফোন করলেই বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেবে প্রশাসন।

রোববার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মুহা. এনামুর রহমান। খুব শিগগিরই এ ব্যাপারে বিজ্ঞপ্তি দেয়া হবে বলে তিনি জানান।

ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে আজ আইসিটিমন্ত্রী এবং বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক হয়েছে। ইতোমধ্যে কাজ শুরু হয়ে গেছে। শিগগিরই খাদ্য সহায়তার জন্য ৩৩৩ নম্বরকে সংযুক্ত করা হবে। এটি পূর্ণাঙ্গরূপে চালু করতে সাতদিন লাগতে পারে।

বাংলাদেশে করোনা ভাইরাস পরিস্থিতি লম্বা সময় ধরে থাকতে পারে জানিয়ে তিনি বলেন, আগামী মে মাস পর্যন্ত এটা এক্সটেন্ড করবে, তা ধরে নিয়ে কাজ করা হচ্ছে। তাই ব্যবস্থাটির জন্য আইসিটিসি বিভাগ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষে আলাদা লোকবল নিয়োগ দেয়া হবে।

কাজটিকে আরও সহজ করার জন্য ত্রাণ সহায়তা পাওয়ার যোগ্য সবাইকে যুক্ত করে একটি ডেটাবেইজ তৈরির উদ্যোগ নেয়া হয়েছে। এটা নিয়ে অ্যাকশন প্ল্যান তৈরি করবে আইসিটি মন্ত্রণালয়। আগামীকাল সোমবার থেকে এই কাজ শুরু হবে, যোগ করেন প্রতিমন্ত্রী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ