আওয়ার ইসলাম: করোনার মহামারীতে শ্রমিকদের পাশে দাড়ানো রাষ্ট্রের দায়িত্ব ও কর্তব্য বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
বিবৃতিতে বলেছেন, করোনা মহামারীতে সারাদেশে সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে। এতে শ্রমিক, হকার, সাধারণ চাকুরীজীবী, গার্মেন্টস শ্রমিকসহ সাধারণ মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এই কর্মহীনদের পাশে দাঁড়ানো রাষ্ট্রের অন্যতম দায়িত্ব ও কর্তব্য। অথচ রাষ্ট্র সে দিকে খেয়ালই করছে না। গার্মেন্টস শ্রমিকরা বেতনের দাবিতে করোনার মাঝেও রাস্তায় নেমে বিক্ষোভ করছে, যা রাষ্ট্রের জন্য চরম অবমাননারকর।
এসব শ্রমিকদের বেতন-ভাতা আদায়ে সরকারকে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
চরমোনাইয়ের পীর বলেন, কর্মজীবী মানুষ, হকার শ্রমিক, ভ্রাম্যমান হকার, ইটভাটা শ্রমিক, গার্মেন্টস শ্রমিকসহ সর্বস্তরের শ্রমিক মানুষ আজ মানবেতর জীবন যাপন করছে। সরকারের পক্ষ থেকে ত্রাণ দেয়া হলেও এসব শ্রমিক শ্রেণীর মানুষ ত্রাণ ও সরকারি সহযোগিতা থেকে বঞ্চিত হয়ে পরিবার পরিজন নিয়ে অত্যন্ত মানবেতর জীবন যাপন করছে। খাদ্য, বস্ত্র, বাসস্থান ও শিক্ষা নাগরিকদের মৌলিক অধিকার। কিন্তু সরকার এসব শ্রমিক শ্রেণীর প্রতি চরম অনীহার কারণে সাধারণ মানুষ ধুকে ধুকে মরছে।
চরমোনাইয়ের পীর এসব শ্রমিক জনতার পাশে জরুরী ভিত্তিতে দাড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, সরকার যে পরিমাণ ত্রাণ বাজেট করেছে, তা সুষম বন্টন হলে দেশে মানুষ কেন, একটি পশু মারা যাবার কথা নয়। কাজে দুর্নীতি ও চুরি বন্ধ করে অসহায়দের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানান চরমোনাইয়ের পীর।
-এএ