মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :

‘আমরা এখন করোনা ভাইরাসের সংক্রমণের সপ্তম সপ্তাহে আছি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ এখন করোনা ভাইরাসের সংক্রমণের সবচাইতে বিপর্যয়ের সপ্তাহে চলে এসেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা সংক্রান্ত নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা এখন করোনা ভাইরাসের সংক্রমণের সপ্তম সপ্তাহে আছি। এই সপ্তাহেই ইউরোপ-আমেরিকায় বিপর্যয় শুরু হয়েছিল। তাই আমরাও সেই পর্যায়ে চলে এসেছি। এখনো যদি স্বাস্থ্য নির্দেশনাগুলো না মানা হয়, তাহলে আমাদেরও ফল ভালো হবে না।

প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, আমরা এখনো অনেক দেশের তুলনায় ভালো আছি। আগে থেকে প্রস্তুতি নেয়ার কারণেই এটা সম্ভব হয়েছে। তারপরও যেহেতু সংক্রমণের সপ্তম সপ্তাহে রয়েছি, তাই সাবধান থাকতে হবে। কারণ এই সময়ে আমেরিকা এবং ইউরোপের লক্ষাধিক লোক আক্রান্ত হয়েছে এবং অসংখ্য লোকের মৃত্যু হয়।

লকডাউন ঠিকভাবে কার্যকর হয়নি উল্লেখ করে তিনি বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বিভিন্ন স্থানে লকডাউন ঘোষণা করা হয়। কিন্তু অধিকাংশ স্থানেই তা ঠিকভাবে কার্যকর হয়নি। এখনো অসংখ্য মানুষ প্রয়োজন ছাড়াই বাইরে ঘোরাফেরা করছেন। যার কারণে কমিউনিটি ট্রান্সমিশন বেড়ে গেছে।

মন্ত্রী বলেন, পরীক্ষার সংখ্যা আরও বাড়াতে হবে। বিপর্যয় ঠেকাতে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত ঘরে থাকতে হবে। কারণ করোনা যুদ্ধে জয়লাভ করার মূলমন্ত্র হচ্ছে ঘরে থাকা। তাই সবার প্রতি অনুরোধ, কষ্ট করে হলেও এই কয়দিন আপনারা ঘরে থাকুন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ