আওয়ার ইসলাম: দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ তুলে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় অর্থায়ন বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ট্রাম্পের দল অর্থাৎ মার্কিন রিপাবলিকান পার্টির আইন প্রণেতারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস অ্যাধনম ঘেব্রেইয়েসাসের পদত্যাগ চাইলেন।
রিপাবলিকান আইনপ্রণেতাদের দাবি দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ১৭ জন রিপাবলিকান আইন প্রণেতা বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালকের পদত্যাগ চেয়ে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভে চিঠি দিয়েছেন। ওই চিঠিতে তাঁরা বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পুনর্গঠন করা জরুরি কিন্তু এমন দুর্যোগকালীন সময়ে এ নিয়ে ট্রাম্পের জোর করা উচিৎ হবে না।
চিঠিতে মার্কিন রিপাবলিকান আইন প্রণেতারা আরো জানায়, তাঁরা করোনা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতি আস্থা হারিয়ে ফেলেছেন। তাঁদের দাবি বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাস মোকাবিলায় আরো কার্যকরী ভূমিকা রাখতে পারতো।
-এটি