মুহাম্মদ বিন ওয়াহিদ ।।
আসন্ন রমজান ও তারাবি বিষয়ে বিশেষ নির্দেশনা জারি করেছে ভারতীয় মুসলমানদের সর্ববৃহৎ সামাজিক সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দ।
১৫ এপ্রিল সকালে সংগঠনটির মহাসচিব মাওলানা মাহমুদ মাদানি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শরঈ কোনো কারণ ছাড়া আসন্ন রমজানের রোজা কেউ ভাঙবেন না। এমনিভাবে তারাবির নামাজও নিজের পরিবারকে নিয়ে ঘরেই পড়বেন। এক্ষেত্রে অন্য বাড়ির লোকজনদের জমা করার প্রয়োজন নেই। ছয়দিনের বা দশদিনের খতম তারাবির আয়োজন করতে যাবেন না।
জমিয়তের ওই বিজ্ঞপ্তিতে দিনমজুর, ও দরিদ্রদের মাঝে সামর্থ্যবানদের সাহরি ও ইফতার সামগ্রী বিতরণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়।
এছাড়াও বলা হয়, লকডাউন চলাকালীন সময়ে একান্ত প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে যাবেন না। পাঁচ ওয়াক্ত নামাজও নিজের পরিবারকে নিয়ে জামাতের সঙ্গে আপাততো ঘরেই পড়তে থাকুন।
জমিয়তে উলামায়ে হিন্দের অফিসিয়াল পেইজ থেকে মুহাম্মদ বিন ওয়াহিদের অনুবাদ
-এটি