ফরহাদ খান নাঈম।।
করোনা রোগীদেরকে সরাসরি জমজমের পানি দিতে বললেন শায়েখ সুদাইস।
মসজিদুল হারাম ও মসজিদুন নববির পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি শায়েখ সুদাইস করোনা আক্রান্তদের মাঝে জমজমের পানি বিতরণের নির্দেশ দিয়েছেন। বিষয়টি হারামাইন শরিফাইনের অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমের একাউন্ট থেকে নিশ্চিত করা হয়েছে।
তবে রোগীদের কাছে জমজমের পানি কীভাবে পৌঁছানো হবে এ ব্যাপারে বিবৃতিতে স্পষ্ট করে কিছুই বলা হয়নি। জমজমের পানি বোতলজাত করে করোনা আক্রান্তদের কাছে পৌঁছানোর সহজতম কোনো পন্থা বের করার পর পরবর্তীতে কর্তৃপক্ষ এ ব্যাপারে বিস্তারিত বিবরণ তুলে ধরবেন বলে জানা গেছে।
শায়েখ সুদাইস মনে করেন, জমজমের পানি করোনা রোগীদের সারিয়ে তোলার ক্ষেত্রে সহায়তা করবে। ইসলামেও জমজমের পানির একটি বিশেষ গুরুত্ব রয়েছে; কেননা অসুখ-বিসুখ থেকে পরিত্রাণ পাওয়ার উদ্দেশ্যে জমজমের পানি পান করলে আল্লাহ তা'য়ালা সকল অসুস্থতা থেকে আরোগ্য দান করেন। তদুপরি আধুনিক বিজ্ঞানও জমজমের আরোগ্যদায়ক গুণাগুণের কথা স্বীকার করেছে।
এছাড়া শায়েখ সুদাইসের উদ্যোগে মসজিদুল হারাম ও মসজিদুন নববিকে জীবাণুমুক্ত রাখার জন্য প্রতিদিন অন্তত সাতবার জীবাণুনাশক দ্বারা পরিস্কার করা হচ্ছে, এবং বিভিন্ন স্থানে জীবাণু ধ্বংসকারী ডিভাইস বসানো হয়েছে।
উল্লেখ্য, সারা বিশ্বে করোনা মহামারীতে আক্রান্তের সংখ্যা ইতিমধ্যে ২ মিলিয়ন ছাড়িয়েছে। এবং এতে যুক্তরাজ্যে ১৩ বছর বয়সী এক শিশু ও একজন নার্সসহ বহু প্রাণহানির ঘটনা ঘটেছে। করোনা সংক্রমণের আশঙ্কায় মৃতদের অনেকের ভাগ্যেই জোটেনি যথাযথ মরণোত্তর সৎকার।
ইসলামিকইনফরমেশন.কম থেকে ফরহাদ খান নাঈমের অনুবাদ।
-এটি