আওয়ার ইসলাম: করোনাভাইরাসে আক্রান্তদের নিয়ে আল-আজহার ইন্সটিটিউট নতুন ফতোয়া জারি করেছে। এ ফতোয়া অনুযায়ী, করোনায় আক্রান্তদের হয়রানি ও অবমাননা করা হারাম ঘোষণা করা হয়েছে।
মিসরের আল-আজহার ইন্সটিটিউট গত শনিবার এক ফতোয়া জারির মাধ্যমে ঘোষণা করেছে জীবদ্দশায় এবং মৃত্যুর পরে একে অপরকে সম্মান করা বাধ্যতামূলক। আর এ অনুযায়ী করোনাভাইরাস সংক্রামিত ব্যক্তিদের হয়রানি, বা তাদের অসম্মান করা, বা ভাইরাসের ফলে যারা মারা গেছে তাদের অপমান করা হারাম।
এছাড়াও আল-আজহার ভাইরাসে সংক্রামিতদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ নিষিদ্ধ করেছেন। মিসরের একটি গ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত এক ডাক্তারকে দাফনের বাধা প্রয়োগ করার পর আল-আজহার এই ফতোয়া প্রদান করেছে।
এ ফতোয়া মিসরের মুফতিও সমর্থিত করেছেন। এই গ্রামের বাসিন্দারা ধারণা করেছে যে, তাকে এই গ্রামে দাফন করা হলে এই গ্রামে দ্রুত এই ভাইরাসের প্রভাব ছড়িয়ে যাবে।
-এটি