আওয়ার ইসলাম: আফগান নিরাপত্তা বাহিনীর হামলায় আফগানিস্তানের অন্তত ২৭ জান তালবান যোদ্ধা নিহত হয়েছেন। তাজিকিস্তানের সীমান্তবর্তী বাদাখশান প্রদেশে এ ঘটনা ঘটেছে।
গতকাল শনিবার আফগান নিরাপত্তা বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সন্ধ্যায় বাদাখশান প্রদেশের ওয়ারদুজ এবং নুশাই এলাকায় বিমান ও স্থল অভিযানের সময় ২৭ তালেবান যোদ্ধা নিহত হয়।
এ দুটি অঞ্চলে তালেবান যোদ্ধারা বড় রকমের হামলার পরিকল্পনা করছিল। আফগান নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে তাদের সে পরিকল্পনা কথা জানতে পেরে হামলা চালালে অভিযানের সময় অন্তত নয় তালেবান আহত হয়েছে।
আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রুহুল্লাহ আহমাদজাই জানান, তালেবানের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় কোনো বেসামরিক লোকজন হতাহত হয়নি। তবে, তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এই অভিযানের নিন্দা জানিয়ে বলেছেন, এটি যুদ্ধাপরাধ। আফগান অভিযানের সময় বহু ঘরবাড়ি ও ফসলের ক্ষেত বিনষ্ট হয়েছে বলেও তিনি দাবি করেন।
-এটি