বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৭ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭


দীনিয়াতের প্রতিষ্ঠাতা শাইখুল হাদিস মাওলানা হিফজুর রহমান পালনপুরী রহ. আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এদারায়ে দ্বীনিয়াতের প্রতিষ্ঠাতা ভারতের শাইখুল হাদিস মাওলানা হিফজুর রহমান পালনপুরী রহ. ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

জানা যায়, গতকাল শুক্রবার সন্ধ্যায় অজুর প্রস্তুতি নেওয়ার সময় হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন।

এদারায়ে দীনিয়াত নামে চালু করা তার এ নেসাবে তালিম এখন বিশ্বে একটি প্রসিদ্ধ নাম। এ অত্যাধুনিক যুগোপযুগী ইসলামি শিক্ষা কারিকুলাম গড়ে তুলেছিলেন তিনি। শিশুদেরকে আধুনিক শিক্ষার পাশাপাশি প্রতিদিন মাত্র এক ঘণ্টা সময় ব্যয় করে প্রয়োজনীয় দ্বীনি শিক্ষা অর্জন করা এবং বয়স্ক জেনারেল শিক্ষিতদের জন্যে পেশাগত ব্যস্ততার পাশাপাশি প্রয়োজনীয় দ্বীনি ইলম শেখার স্বপ্ন নিয়ে তিনি একটি ধারাবাহিক আধুনিক শিক্ষা কারিকুলাম এটি।

এদারায়ে দীনিয়াতের সিলেবাসভুক্ত বইগুলো তিনিই রচনা করেন বলে জানা যায়। তার সিলেবাসের সবগুলো বইয়ের জন্যে একটি চমৎকার এ্যাপ রয়েছে। সেই এ্যাপের মাঝে সকল প্রয়োজনীয় বই ও পাঠদানের পদ্ধতি সম্বলিত গাইড বুক রয়েছে।

তিনি অনেক গ্রন্থ রচনা করেছেন। এরমধ্যে উল্লেখযোগ্য ১। আসলাফ কি তালিবে ইলমানা জিন্দেগি ২। আসানে হজ। ৩। কুতুবাতে সালাফ ৪। শরহে মুনতাখাবুল হুসামি ৫। শরহে নূরুল ইযাহ ৬। শামায়েলে মুহাম্মদি ইত্যাদি।

মহান আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ