আওয়ার ইসলাম: গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনে প্রথম করোনাভাইরাস শনাক্ত হলেও এতদিন এ থেকে মুক্ত ছিল ইয়েমেন। কিন্তু শেষ পর্যন্ত যুদ্ধবিধ্বস্ত এ দেশটিতেও হানা দিয়েছে মরণঘাতী এ ভাইরাসটি।
জানা গেছে, দেশটির হাদরামউত প্রদেশে প্রথম করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। তবে তিনি ইয়েমেনের নাগরিক নন, বরং বিদেশ থেকে আসা।
তুর্কি গণমাধ্যম আনাদলু বলছে, শক্রবার ইয়েমেন সরকার এক জন আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছে। তারা অবস্থা স্থিতিশীল এবং হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। জানা গেছে, ওই ব্যক্তি সৌদি আরব থেকে ইয়েমেনে এসেছেন। এর ফলে দেশটির বিভিন্ন শহরে ইতোমধ্যেই কারফিউ জারি করা হয়েছে।
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর আশঙ্কা, যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে যদি মরণঘাতী ভাইরাসটি ছড়িয়ে পড়ে, তবে তা নিয়ন্ত্রণ করা মুশকিল হবে।
এর আগে সৌদি জোটের পক্ষ থেকে ইয়েমেনে চলমান যুদ্ধ বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। যদিও দেশটির হুথি বিদ্রোহীরা তা প্রত্যাখ্যান করে বলেছে, তারা যুদ্ধ চালিয়ে যাবে।
-এটি