আওয়ার ইসলাম: কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষনা করার দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমিরে শরীয়ত মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী ও মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী।
আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ দাবী জানিয়ে বলেন, আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সা. খাতামান্নাবিয়্যীন (অর্থ সর্বশেষ নবী)। তার পরে পৃথিবীতে আর কোন নবীর আগমন ঘটবে না।
‘কাদিয়ানী সম্প্রদায় হযরত মুহাম্মদ সা. কে সর্বশেষ নবী হিসেবে বিশ্বাস না করে পবিত্র কুরআনকে অস্বীকার করেছে। হজরত মুহাম্মাদ সা. কে সর্বশেষ নবী বিশ্বাস না করলে কেউ মুসলমান থাকতে পারে না। তাই বিশ্বের ওলামায়ে কেরাম সর্বসম্মতিক্রমে কাদিয়ানীদের অমুসলিম বা কাফের হিসেবে ফতোয়া দিয়েছেন।’
নেতৃদ্বয় আরও বলেন, ওআইসির ফিকাহ কমিটির সিদ্ধান্তের আলোকে অনেক মুসলিম রাষ্ট্রে কাদিয়ানীদের অমুসলিম ঘোষনা করেছে। সৌদি আরব কাদিয়ানীদের জন্য হজ্ব. নিষিদ্ধ করেছে। বাংলাদেশেও কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করে একটি পৃথক সম্প্রদায় হিসেবে তালিকাভুক্ত করতে হবে। যাতে মুসলমান পরিচয় দিয়ে কাদিয়ানীরা জাতিকে বিভ্রান্ত করে ঈমান হরণ করতে না পারে।
‘কাদিয়ানীরা ভিন্ন ধর্ম হিসেবে স্পষ্ট হলে সংখ্যালঘু সম্প্রদায়ের মত তারাও এদেশে বসবাস এবং ধর্ম পালন করতে পারবে। কোন মুসলমান বাধা দিবে না।’
-এএ