আওয়ার ইসলাম: কাতারের দোহার মার্কিন যুক্তরাষ্ট্র ও তালেবানদের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
আজ শনিবার (২৯ ফেব্রুয়ারি) দোহার পাঁচ তারকা হোটেল শেরাটনে চুক্তিটি স্বাক্ষরিত হয়।
চুক্তিতে যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোট পরবর্তী ১৪ মাসের মধ্যে আফগানিস্তান থেকে সমস্ত সেনা প্রত্যাহার করে নিতে সম্মত হয়েছেন। এছাড়া তালেবানরা আল-কায়েদা বা অন্য কোন গোষ্ঠীকে আফগানিস্তানে তাদের নিয়ন্ত্রণাধীন অঞ্চলে প্রবেশ ও কোন ধরণের কার্যক্রম পরিচালনা করতে না দেওয়ার বিষয়েও রাজি হয়েছে। এই চুক্তির ফলে আফগানিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্রের ১৯ বছরের যুদ্ধের অবসান হবে।
কাতারের দোহায় স্বাক্ষর অনুষ্ঠানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং তালেবান নেতারা অংশ নিয়েছেন। এছাড়া দোহায় আফগান সরকার ও তালেবানদের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে প্লেন হামলা চালানো হয়। এর জন্য আল-কায়েদাকে দায়ী করে মার্কিন প্রশাসন। এরপরেই তাদের নির্মূল করতে আফগানিস্তানে সেনা পাঠায় মার্কিন যুক্তরাষ্ট্র।
দীর্ঘ ১৯ বছরের এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় দুই হাজার ৪০০ সেনা মারা গেছে। এখনো প্রায় ১২ হাজার মার্কিন সেনা আফগানিস্তানে অবস্থান করছে।
-ওএএফ