সুফিয়ান ফারাবী
সাভার থেকে>
আল্লামা শাহ আহমদ শফীর স্নেহধন্য ছাত্র ও খলিফা মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জী পরিচালিত দারুল উলুম মাবিয়া আল ইসলামিয়ার নবনির্মিত ‘মরহুম আব্দুল কাদের’ ভবন উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) মাদরাসার নতুন ভবন উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের এ দুই মন্ত্রী।
এসময় স্বরাষ্ট্রমন্ত্রী কওমি ওলামায়ে কেরামের জঙ্গিবাদবিরোধী ফাতওয়ার প্রশংসা করে বলেন, জঙ্গিবাদ দমনে মাওলানা ফরিদ উদ্দিন মাসউদের ফাতওয়া সরকারের কাজকে আরও সহজ করে দিয়েছে। সুতরাং জঙ্গিবাদের বিরুদ্ধে যেভাবে ওলামা সোচ্চার হয়েছিলেন, ঠিক তেমনিভাবে মাদকের বিরুদ্ধেও ওলামায়ে কেরামকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

এর আগে মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর নিকট কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষনা দাবি করেন।
আজ বেলা বারোটার দিকে দুই মন্ত্রী, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি আলহাজ সাদিকুর রহমান হিরু ও সাভার ব্যাংক কলোনী মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল্লাহ মুনাজাতের মাধ্যমে নব নির্মিত ভবনটি উদ্বোধন করা হয়।
এ ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা সিটি করপোরেশনের নবনির্বাচিত কয়েকজন কাউন্সিলর, পাথালিয়া ইউনিয়নের চেয়ারম্যান, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিরা।
-এএ