সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড় জামায়াত-শিবির কখনো ইসলামি দল হতে পারে না: সিরাত সম্মেলনে বক্তারা প্রার্থিতা ফিরে পেলেন রিকশা প্রতীকের আরও তিন প্রার্থী এলপিজি আমদানি নিয়ে বড় সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক ইবনে শাইখুল হাদিসের সঙ্গে নাহিদ ইসলামের দুই ঘণ্টার বৈঠক জামায়াত কি ক্ষমতায় যেতে চায়?

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক হয়েছে।

র‌োববার মো. হাফেজ রুহুল আমীন মাদানীর সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে এ বৈঠক হয়। এতে কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, ইলিয়াস উদ্দিন মোল্লাহ, এইচ এম ইব্রাহিম, জিন্নাতুল বাকিয়া ও মোসা. তাহমিনা বেগম উপস্থিত ছিলেন।

বৈঠকে গত অর্থবছরে (২০১৮-২০১৯) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে বিভিন্ন খাতে কী পরিমাণ অনুদান প্রদান করা হয়েছিল, তা পরবর্তী বৈঠকে উপস্থাপনের জন্য সুপারিশ করা হয়।

বৈঠকে প্রতিটি জেলা ও উপজেলায় ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক যেসব কর্মসূচি গ্রহণ করা হবে, তা সংশ্লিষ্ট সংসদীয় এলাকার সংসদ সদস্যদেরকে অবহিত করার বিষয়ে সুপারিশ করা হয়। অনুদানের বিষয়ে আলোচনা সাপেক্ষে বরাদ্দ দেওয়ার বিষয়ে বিষদ আলোচনা হয়।

বৈঠকে ডিপ্লোমা মেডিক‌্যাল কোর্স সম্পন্নকারীদের ভবিষ্যতে হজ টিমে অন্তর্ভুক্ত করা যায় কীনা সে বিষয়ে আলোচনা করা হয়। পরবর্তী বৈঠকে অ্যাজেন্ডায় এটি তুলে ধরার সুপারিশ করা হয়।

বৈঠকে ওয়াক্ফ সম্পত্তি ও এস্টেটসমূহের সম্পত্তির পরিমাণ সম্পর্কে আলোচনা হয়। এছাড়া বৈঠকে ‘মুজিববর্ষ ২০২০’ উদযাপনের বিষয়ে মন্ত্রণালয়ের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ