আওয়ার ইসলাম: বাংলাদেশে এ মুহূর্তে টাকার কোনো অভাব নেই কিন্তু জ্ঞানের অনেক অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
রোববার সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, শিক্ষার গুণগত মান বাড়াতে হবে। যদি উন্নত দেশগুলোর সাথে তাল মিলিয়ে চলতে হয় তাহলে শিক্ষার মান বাড়ানো ছাড়া আর কোনো বিকল্প নেই। উন্নত দেশগুলোর থেকে বাংলাদেশ অনেক পিছিয়ে আছে। বাংলাদেশের মধ্যে সুনামগঞ্জ আরো অনেক পিছিয়ে আছে। এ অবস্থা থেকে সবাইকে বের হতে হবে।
তিনি আরো বলেন, শুধু রাস্তা-ঘাট তৈরি করলেই হবে না। শিক্ষার দিকেও নজর দিতে হবে। বাংলাদেশ এখন সবদিকে উন্নত। সারাদেশে কোনো গ্রাম এবং এলাকা বিদ্যুৎহীন নেই। মানুষের কাছে এখন প্রচুর সম্পদ আছে। কিন্তু তাদের মধ্যে যথাযথ আস্থা ও সাহসের অনেক অভাব রয়েছে। এ ঘাটতি মেটাতে শিক্ষার মান উন্নত করতে হবে। তবে শিক্ষার দিক থেকে বাংলাদেশ ভারত ও পাকিস্তান থেকে এগিয়ে আছে। সে সাথে বিদ্যুৎ ও গড় আয়ুতেও বাংলাদেশ তার প্রতিবেশী দেশগুলো থেকে ভালো অবস্থানে আছে।
এতে আরো উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ (ভারপ্রাপ্ত) জেলা প্রশাসক শরীফুল আলম,সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, দ. সুনামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম, সুনামগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম প্রমুখ।
-এএ