আওয়ার ইসলাম: ঢাকা দক্ষিণে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেনের নির্বাচনী প্রচারের সময় রাজধানীর গোপীবাগ এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই দলের বেশ কিছু নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়ায়া গেছে।
আজ রোববার দুপুরে এ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দুপক্ষের মধ্যে ৩০ মিনিট ধরে এই সংঘর্ষ এবং ধাওয়া-পালটা ধাওয়া চলে। দুপুরে মতিঝিল শাপলা চত্বর এলাকা থেকে ইশরাক হোসেন প্রচারকাজ শুরু হয়। পরে ইশরাক হোসেনসহ তার নেতাকর্মীরা সেন্ট্রাল উইমেন্স কলেজের কাছে পৌঁছালে সংঘর্ষ শুরু হয়।
বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, ওই এলাকার আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী ও শেখ ফজলে নূর তাপসের কর্মীরা মিলে ইশরাক হোসেনের নির্বাচনী প্রচারকাজে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা গুলি-আগ্নেয়াস্ত্র ব্যাবহার করেছে বলেও ইশরাক অভিযোগ করেন।
হামলার পর সাংবাদিকদের ব্রিফিংয়ে ইশরাক হোসেন বলেন, বিএনপির প্রতি গণজোয়ার দেখেই 'সরকার' এ হামলা করেছে। ভোটের দিনে মানূষ ব্যালটেই জবাব দেবে। নেতাকর্মীদের সাথে কয়েকজন গণমাধ্যম কর্মীর আহত হয়েছেন।
-এটি