আওয়ার ইসলাম: ঘন কুয়াশার কারণে দেশের সব নৌরুটেই ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। বন্ধ হয়ে গেছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল।
বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) জানায়, কুয়াশার কারণে ফেরি চালকরা পদ্মা নদীতে মার্কিং পয়েন্ট ও বিকন বাতি দেখতে না পাওয়ায় গত রাত ১২টার পর বন্ধ করে দেয়া হয় ফেরি চলাচল। এতে উভয় ঘাটে আটকা পড়েছে কয়েকশ’ ছোট-বড় যানবাহন।
যদিও ঘণ্টাখানেকের মধ্যে আবারো ফেরি চলাচল শুরু হয়। এরপর ভোর সাড়ে ৬টার দিকে আবারও ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। সেই সঙ্গে বন্ধ রয়েছে লঞ্চ চলাচলও।
তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কিছুটা কেটে গেলে নৌযান চলাচল ফের স্বাভাবিক হবে বলে জানান ঘাট কর্তৃপক্ষ।
এদিকে কাঁঠালবাড়ি-শিমুলিয়া ও চাঁদপুর-শরীয়তপুর নৌরুটেও বন্ধ রয়েছে লঞ্চ, স্টিমার ও ফেরি চলাচল।
-এএ