আওয়ার ইসলাম: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটের তারিখ বুধবার দুপুর ১২টার মধ্যে পরিবর্তনের সিদ্ধান্ত না হলে নির্বাচন কমিশন ভবন ঘেরাও করার কর্মসূচি দিয়েছে শাহবাগে অবরোধকারী শিক্ষার্থীরা।
গতকাল মঙ্গলবার ৫ টা থেকে সাড়ে ৬ টা পর্যন্ত দেড় ঘণ্টা শাহবাগ মোড় অবরোধ করার পর এ ঘোষণা দিয়ে অবরোধ স্থগিত করেছেন আন্দোলনকারীরা।
এসময় আন্দোলনকারীদের প্রধান সম্বয়ক জগন্নাথ হল সংসদের ভিপি উৎপল দাস বলেন, যদি কাল আমাদের বেধে দেয়া সময়ের মধ্যে সিদ্ধান্ত পরিবর্তন করা না হয় তাহলে আমরা নির্বাচন কমিশন ভবন ঘেরাও করব।
এছাড়া এমন সিদ্ধান্ত নেয়া সংবিধানের পরিপন্থি দাবি করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পদত্যাগ দাবি করেন তিনি।
-এএ