সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৭ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭


পাকিস্তান ও আফগানিস্তানে ভয়াবহ শীত : ৪৩ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তান ও পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে প্রবল বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভারী তুষারপাতে অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে। কর্মকর্তারা জানান, বিভিন্ন রাস্তা তুষারে ঢেকে যাওয়ায় তারা আক্রান্তদের উদ্ধারে ব্যর্থ হচ্ছেন।

পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় বালুচিস্তান প্রদেশেই প্রাণহানি ঘটেছে ২৫ জনের। সেখানের পরিস্থিতি বেশি খারাপ। প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা প্রধান ইমরান জারকোন বলেন, বিগত ২৪ ঘণ্টায় সেথানে ১৪ জন নিহত হয়েছে। বেশিরভাগেরই মৃত্যু হয়েছে তুষারপাতে ছাদ ধসে পড়ায়।

ভারী তুষারপাতের কারণে প্রদেশের অনেক অংশে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। অনেক রাস্তায় ছয় ইঞ্চি তুষার জমে গেছে। এছাড়া পাঞ্জাব প্রদেশে আরও ১১ জন প্রাণ হারিয়েছেন।

অন্যদিকে আফগানিস্তানে নারী ও শিশুসহ কমপক্ষে ১৮ জন প্রাণ হারিয়েছেন। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রেস কর্মকর্তারা হাসিবুল্লাহ শইখানি বলেন, বেশিরভাগের মৃত্যুই তুষারপাতে হয়েছে। নিহতদের মধ্যে আটজন কান্দাহার প্রদেশের। আর হেরাত প্রদেশে একই পরিবারের পাঁচজনসহ সাতজন নিহত হয়েছেন। হেলমন্দে নিহতের সংখ্যা তিনজন।আফগান রাজধানী কাবুলে তাপমাত্র মাইনাস ১৫ ডিগ্রিতে নেমেছ গেছে। সূত্র: আল জাজিরা ডট কম।

-ওএএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ