সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৭ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭


ইরানের ভয়ে দুবাই সফর বাতিল করলেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানের ভয়ে দুবাই সফর বা'তিল করলেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ!

জানা যায়, নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে সংযুক্ত আরব আমিরাত সফর বাতিল করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ। মধ্যপ্রাচ্যে ইরান-যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার কারণে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়ায় এ সফর বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে দেশটির কূটনীতিকরা জানিয়েছেন।

চলতি মাসের মাঝের দিকে আরব আমিরাতের দুবাই এক্সপো-২০২০ এ অংশ নেয়ার কথা ছিল তার। বার্তাসংস্থা রয়টার্স ইসরায়েলের এক কূটনীতিকের বরাত দিয়ে বলছে, নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশনার পরিপ্রেক্ষিতে দুবাই সফর বাতিল করেছেন দেশটির এ মন্ত্রী।

নাম প্রকাশ না করার শর্তে দেশটির অপর এক কূটনীতিক বলেছেন, প্র'তিশো'ধের অংশ হিসেবে মার্কিন মিত্র কাৎজকে টা'র্গেট করতে পারে ইসরায়েলের চিরশত্রু ইরান।

এ কারণে সতর্কতা অবলম্বন করছে ইসরায়েল। তবে ইসরা‌ইয়েলি এই মন্ত্রীর সফরে সুনির্দিষ্ট ইরানি হুমকি রয়েছে কি-না সেব্যাপারে ওই কূটনীতিক কোনও নথি-প্রমাণের বরাত দেননি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ