সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৭ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭


হেদায়েতী বয়ান চলছে, দুপুরের আগেই মোনাজাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দিন তাসলিম
ময়দান থেকে

বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের উদ্দেশ্যে হেদায়েতী বয়ান চলছে। আজ রোববার সকাল সোয়া সাড়ে ৭টা  থেকে এ বয়ান শুরু হয়।

জানা গেছে, রবিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে যেকোনো সময় এ মোনাজাত অনুষ্ঠিত হবে। মোনাজাত পরিচালনা করবেন কাকরাইল তাবলিগ জামাতের মুরুব্বি ও কাকরাইল মসজিদের খতিব হাফেজ মাওলানা জুবায়ের আহমেদ।

তবে বিশ্ব ইজতেমার মুরুব্বি ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহ উদ্দিন আহম্মেদ জানান, রোববার (১২ জানুয়ারি) জোহরের আগেই মোনাজাত অনুষ্ঠিত ও শেষ হবে।

এদিকে মোনাজাতের অংশ নিতে গতকাল শনিবার রাত থেকে ঢাকাসহ আশপাশের জেলাগুলো থেকে মুসল্লিরা এসেছে। সকালে রওনা হয়ে মোনাজাতে অংশ নেয়া সম্ভব না বলে আগেরদিন রাতে এসে পড়ছে সবাই।

সকাল সাতটার আগেই ময়দান ছাড়িয়ে আশপাশে মুসল্লিদের উপচেপড়া ভিড় বেড়ে গেছে। সড়ক-মহাসড়কে পলিথিন শিট টানিয়ে অবস্থান নিয়েছেন হাজারো মুসল্লি। লাখো মানুষ ইজতেমা মুখে আসতে থাকলেও সেভাবে হইচই, হুড়োহুড়ি বা কোলাহল নেই। সবাই নিজের মতো করে একধরনের শৃঙ্খলা মেনে চলছেন। সবার মাঝেই রয়েছে সহযোগিতার মনোভাব। মাঠজুড়ে বিশাল শামিয়ানার নিচে ছোট ছোট দলে ভাগ হয়ে অবস্থান করছেন অংশগ্রহণকারীরা।

দোয়ায় অংশ নিতে আগত মুসল্লিরা বলেন, সকাল সকাল আশা সম্ভব হবে না। তাছাড়া কাল প্রচুর জ্যাম থাকবে আর বিমানবন্দর থেকে রাস্তাও বন্ধ থাকবে। তাই রাতেই চলে আশা। ময়দানে জায়গা পাওয়া সম্ভব না। তাই আজ আমরা ফুটপাতেই রাত কাটাবো।

এর আগে থেকে যারা প্যান্ডেলের মধ্যে অবস্থান করছেন তারা বয়ান, জিকির-আসকার, ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে রাত পার করেন। জিকির আজকার আর বয়ান শুনে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের গত দুটি দিন পার করেছেন ইজতেমায় আসায় মুসল্লিরা। আজ রবিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা’র আম বয়ানের মধ্যে দিয়ে শুরু হয় ইজতেমার প্রথম পর্ব। রোববার (১২ জানুয়ারি) বিশেষ মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে শুরায়ী নেজামের বিশ্ব ইজতেমা।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ