সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৭ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭


বিশ্ব ইজতেমার মোনাজাত শেষে যেভাবে বাড়ি ফিরবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্ব ইজতেমা উপলক্ষে যানবাহন চলাচলে বেশকিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। পার্কিংয়ের জন্যও স্থান নির্দিষ্ট করেছে তারা। সবার সহনীয় ফেরা নিশ্চিত করতে এসব নির্দেশনা পালনের আহ্বান জানিয়েছে পুলিশ। সেই সঙ্গে ইজতেমা উপলক্ষে বিশেষ ট্রেন সার্ভিসও চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। ফেরার পথে সব ট্রেনের সার্ভিস নেয়া যাবে।

সংশ্লিষ্টরা বলছেন, ট্রেন, বাস বা অন্য কোনো যানবাহনের ছাদে উঠে বা বাম্পারে ঝুলে জীবনে ঝুঁকি নেবেন না। বরং কিছু সময় অপেক্ষা করলে আস্তে আস্তে সব স্বাভাবিক হয়ে উঠবে। আর সম্ভব হলে কিছু পথ হেঁটে এগিয়ে গেলে এড়ানো যাবে অনেক জটিলতা।

বিশেষ ট্রেন : আজ সব আন্তঃনগর ট্রেন টঙ্গী স্টেশনে দাঁড়াবে। ইজতেমা উপলক্ষে টঙ্গী-ঢাকা স্পেশাল-১ টঙ্গী ছাড়বে দুপুর ১২টা ৪০ মিনিটে, ঢাকা পৌঁছবে দুপুর ১টা ৩৫ মিনিটে। টঙ্গী-ঢাকা স্পেশাল-২ টঙ্গী ছাড়বে দুপুর ১২টা ৫০ মিনিটে, ঢাকা পৌঁছবে দুপুর ১টা ৪৫ মিনিটে। টঙ্গী-ঢাকা স্পেশাল-৩ টঙ্গী ছাড়বে দুপুর ২টা ১৫ মিনিটে, ঢাকা পৌঁছবে দুপুর ৩টা ১০ মিনিটে। টঙ্গী-ঢাকা স্পেশাল-৪ টঙ্গী ছাড়বে বিকাল ৪টা ২০ মিনিটে, ঢাকা পৌঁছবে বিকাল ৫টা ২০ মিনিটে। টঙ্গী-ঢাকা স্পেশাল-৫ টঙ্গী ছাড়বে রাত ৭টায়। টঙ্গী-ময়মনসিংহ-১ টঙ্গী ছাড়বে দুপুর ১২টা ২০ মিনিটে, ময়মনসিংহ পৌঁছবে ৩টা ৫৫ মিনিটে। টঙ্গী-ময়মনসিংহ-২ টঙ্গী ছাড়বে দুপুর ১২-৪০ মিনিটে, ময়মনসিংহ পৌঁছবে দুপুর ৪-৫৫ মিনিটে। টঙ্গী-টাঙ্গাইল স্পেশাল ট্রেন টঙ্গী ছাড়বে দুপুর ১২টা ৫০ মিনিটে, টাঙ্গাইল পৌঁছবে দুপুর ২টা ২০ মিনিটে।

কাল আন্তঃনগর সুন্দরবন, পারাবত, ধূমকেতু, এগারসিন্দুর প্রভাতী, তিস্তা, নীলসাগর, মোহনগঞ্জ, অগ্নিবীণা, একতা, কিশোরগঞ্জ, জয়ন্তিকা, সিল্কসিটি, উপকূল, কালনী, ব্রহ্মপুত্র, চিত্রা, দ্রুতযান, মহানগর প্রভাতী, রংপুর, যমুনা, সিরাজগঞ্জ, হাওর, উপবন, লালমনি, বেনাপোল, কুড়িগ্রাম ও মহানগর গোধূলী এক্সপ্রেস ট্রেন টঙ্গী স্টেশনে ২ মিনিট করে থামবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ