সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৭ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭


আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে সাঈদ খোকন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।

আজ রোববার আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গত ২০ ও ২১ ডিসেম্বর অনুষ্ঠিত দলের ২১তম কাউন্সিলে প্রদেয় ক্ষমতাবলে মোহাম্মদ সাঈদ খোককে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য হিসেবে মনোনয়ন প্রদান করেছেন।

সাঈদ খোকন ঢাকা দক্ষিণের বর্তমান মেয়র এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সদস্য। তিনি অবিভক্ত ঢাকার সাবেক মেয়র প্রয়াত মোহাম্মদ হানিফের ছেলে।

আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকার দুই সিটির নির্বাচন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে এবারও আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন মোহাম্মদ সাঈদ খোকন। তবে আওয়ামী লীগ থেকে মনোনয়ন না দিয়ে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে মনোনয়ন দেয়া হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ