আওয়ার ইসলাম: টঙ্গী তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমায় আলেম ওলামাদের জন্য বিশেষ বয়ান আজ সকাল ১০টায় বয়ানের মিম্বারে হবে৷ এবং মাদরাসার শিক্ষার্থীদের জন্য বিশেষ বয়ান একই সময় নামাজের মিম্বারের সামনে হবে।
জানা যায়, শনিবার সকাল ১০ টায় নামাজের মিম্বার থেকে মাদরাসার ছাত্রদের জন্য বিশেষ বয়ান হবে। এবং একই সময় বয়ানের মিম্বারের সামনে ওলামাদের উদ্দেশ্যে বিশেষ বয়ান হবে।
এর আগে বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন ফজরের পর বয়ান করেন মাওলানা আব্দুর রহমান মুম্বাই। তিনি দাওয়াতের প্রতি গুরুত্বারোপ করে বলেন, সারা দুনিয়ায় পৌঁছানোর মেহনত থাকতে হবে৷ হতে পারে আমি যার কাছে পৌঁছাবো সে আমার চেয়ে বেশি মানুষের কাছে পৌঁছাবে এবং মেহনত বেশি করবে৷
[caption id="attachment_175956" align="aligncenter" width="300"]
বই কিনতে ক্লিক করুন[/caption]
তিনি আরও বলেন, যখন আমরা পুরোপুরি দীনের উপর চলবো তখন আমরা উপকৃত হবো৷ আল্লাহ দুনিয়াতে আরামের জিন্দেগী দান করবেন এবং আখেরাতের সফলতা দিবেন৷ দীনের মধ্যে আমরা কতটুকু আছি৷ আমাদের দীনি কাজে ঘাটতি কতটুকু তা দেখতে পাবো যখন রাসূল সা. ও সাহাবায়ে কেরামের জিন্দেগীর আয়নাতে নিজেদের দেখবো। তখন দীনের মেহনতের ব্যাপারে কমতি ধরা পড়বে। যখন কমতি ধরা পড়বে তখন আমাদের কাজের মধ্যে পরিবর্তন আসবে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভারতের মাওলানা আহম্মেদ ইব্রাহীম দেওলার আম বয়ানের মধ্য দিয়ে এবার বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আগামী রোববার (১২ জানুয়ারি) জোহরের আগে মোনাজাতের মাধ্যমে আলমী শূরার অনুসারীদের ইজতেমা শেষ হবে।
-এএ