আওয়ার ইসলাম: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার এক মসজিদে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
গতকাল শুক্রবার মাগরিবের নামাজ চলাকালীন এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। খবর এক্সপ্রেস ট্রিবিউন উর্দুর।
পাক-কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার মাগরিবের নামাজ চলাকালীন ওই মসজিদে বোমা বিস্ফোরণ হয়। এতে ওই মসজিদের ইমাম ও একজন সিনিয়র পুলিশ কর্মকর্তাসহ ১৫ জন নিহত হন। এছাড়া এতে অনেকের হতাহতের খবর পাওয়া গেছে। হতাহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।
পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃসংযোগ অধিদপ্তরের (আইএসপিআর) মিডিয়া উইং এক টুইট বার্তায় জানায়, বেলুস্তানের নিরাপত্তা বাহিনী ঘটনা স্থলে পৌঁছেছে এবং পুলিশের সঙ্গে একযোগে অভিযান শুরু করেছে।
এই হামলা দায় এখন পর্যন্ত কোন সন্ত্রাসী সংগঠন স্বীকার করেনি।
বেলুচিস্তান প্রদেশের মুখ্যমন্ত্রী কামাল খান ও স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল্লাহ ল্যাংরোভ এঈ হামলার নিন্দা জানিয়েছেন এবং হতাহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
এর আগে ৭ জানুয়ারি কোয়েটা শহরে এক বিস্ফোরণে ২ জন নিহত হন।
সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন, ইন্ডিয়া টুডে।
-বিএইচ