সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৭ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭


ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে রাতেই মুসল্লিদের ঢল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল আমিন (বাপ্পি)
ইজতেমা ময়দান থেকে

আলমী শুরার তত্বাবধানে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত আগামীকাল (রোববার) সকাল ১০টায় আরম্ভ হবে। দোয়ায় অংশ নিতে আজ শনিবার রাত থেকেই লাখো মুসল্লির ঢল নেমেছে বিশ্ব ইজতিমা প্রাঙ্গণে।

উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী প্রতিটি ট্রেনে করেই মুসল্লিরা টঙ্গী স্টেশনে নামছে। এছাড়াও বাসে করে দোয়ায় অংশ নিতে ঢাকাসহ আশপাশের জেলাগুলো থেকেও মুসল্লিদের ঢল নামছে।

দোয়ায় অংশ নিতে আগত মুসল্লিরা বলেন, কাল সকাল ১০টায় আখেরি মুনাজাত। সকাল সকাল আশা সম্ভব হবে না। তাছাড়া কাল প্রচুর জ্যাম থাকবে আর বিমানবন্দর থেকে রাস্তাও বন্ধ থাকবে। তাই রাতেই চলে আশা।

তারা আরও বলেন, ময়দানে জায়গা পাওয়া সম্ভব না। তাই আজ আমরা ফুটপাতেই রাত কাটাবো ইনশাআল্লাহ।

মুসল্লিরা তাবলীগের মুরুব্বিগণের কাছে আশা প্রকাশ করেন, আগামী থেকে যেনো ১২টায় দোয়া আরম্ভ হয় এবং জায়গাও যেন আরও সম্প্রসারিত করা হয়।

ইজতেমায় অংশ নেয়া মুসল্লিরা বলেন, মহান আল্লাহর সন্তুষ্টি, এবং রাসুল সা. এর সুন্নত কালিমার দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিতে আমরা ইজতেমা ময়দানে এসেছি। উলামায়ে কেরামগণ আমাদের কে যেভাবে চলতে বলবেন আমারা সেভাবেই চলবো ইনশাআল্লাহ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ