সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৭ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭


প্রতীক পেলেন আব্দুর রহমানসহ দক্ষিণের ৭ মেয়রপ্রার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেছেন এই সিটির রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন। প্রতীক হাতে প্রার্থীরা নির্বাচনে প্রচারে নামবেন আজ থেকেই।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর গোপীবাগ রোডের সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারের ডিএসসিসি’র রিটার্নিং অফিসের অস্থায়ী কার্যালয় থেকে তাদের প্রতীক বরাদ্দ দেন আবদুল বাতেন।

ঢাকা দক্ষিণ সিটিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে ‘হাতপাখা’ প্রতীক পেয়েছেন আব্দুর রহমান। নৌকা প্রতীক পেয়েছেন আওয়ামী লীগের মনোনীত ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং ধানের শীষ প্রতীক পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন।

এছাড়াও যারা প্রতীক পেয়েছেন- জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী হাজী মোহাম্মদ সাইফুদ্দিন আহমেদ মিলন ‘লাঙ্গল’, ন্যাশনাল পিপলস্ পার্টির (এনপিপি) বাহরানে সুলতান বাহার ‘আম’, বাংলাদেশ কংগ্রেসের আকতার-উজ্জামান ওরফে আয়াতুল্লা ‘ডাব’ এবং গণফ্রন্টের আব্দুস সামাদ সুজন ‘মাছ’।

পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সকালে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া নির্বাচন কমিশন। সকালে গোপীবাগের রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন এই প্রতীক বরাদ্দ দেন।

দক্ষিণ সিটিতে মোট ৩৬৪ জন কাউন্সিলর প্রার্থী এবং সংরক্ষিত আসনের ৮২ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয়ার কাজ চলছে। এখন কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হচ্ছে।

প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ শুরু কাল: আগামীকাল থেকে দুই সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ শুরু হচ্ছে। এদিন সকাল থেকে আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে এই প্রশিক্ষণ শুরু হবে। চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। দুই সিটিতে প্রায় ১ লাখ প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ নেবেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ