আওয়ার ইসলাম: খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, দেশে হত্যা, ধর্ষণ, অপহরণ প্রকট আকার ধারণ করেছে। মানুষের জান, মাল ও ইজ্জতের ন্যূনতম নিরাপত্তর নেই।
হত্যা, ধর্ষণ, অপহরণের ঘটনা এতটাই প্রকট আকার ধারণ করেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরাও আজ পৈচাশিক নির্যাতনের শিকার। দেশে বিচারহীনতার সংস্কৃতির কারণে পৈচাশিকতা চরমে পৌঁছেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আমীরে মজলিস মাওলানা মোহাম্মদ ইসহাকের সাভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমীর অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, যুগ্মমহাসচিব- মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন।
শেখ গোলাম আসগর, সাংগঠনিক সম্পাদক- ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, প্রশিক্ষণ সম্পাদক- অধ্যাপক মুহাম্মদ আবদুল হালিম, এডভোকেট মোঃ মিজানুর রহমান, অধ্যাপক মো: আবদুল জলিল, অধ্যাপক কে এম আলম, মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম, হাজী নূর হোসেন প্রমুখ।
বৈঠকে বিরোধী রাজনৈতিক দলসমুহের আপত্তি সত্ত্বেও ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএম ব্যবহারে নির্বাচন কমিশনের একরোখা সিদ্ধান্ত বাতিলের দাবী জানানো হয় এবং বিরোধী দলের প্রার্থীদের উপর সরকারী দল ও প্রশাসনের ভয়-ভীতি চাপ প্রয়োগ, গ্রেফতার ও অপহরণের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান হয়।
বৈঠকে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে ৩০ ডিসেম্বরের ভোট জালিয়াতির জাতীয় নির্বাচনের পুনরাবৃত্তির আলামত লক্ষ্য করা যাচ্ছে।
বৈঠকে প্রখ্যাত আলেমে দ্বীন শায়খুল হাদীস মরহুম মাওলানা তোফাজ্জল হক হবিগঞ্জী ও খেলাফত মজলিস ঢাকা জেলার বায়তুলমাল সম্পাদক আরিফুর রেজা খান মাসুমের পিতার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করা হয় এবং মরহুমদ্বয়ের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দু’আ ও মুনাজাত করা হয়।
-এটি