রবিবার, ১১ জানুয়ারি ২০২৬ ।। ২৭ পৌষ ১৪৩২ ।। ২২ রজব ১৪৪৭


'শেখ হাসিনা ছাড়া সবাই কওমি মাদরাসাকে ব্যবহার করেছে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বেগম মতিয়া চৌধুরী বলেছেন, শেখ হাসিনা ছাড়া সবাই কওমি মাদরাসাকে ব্যবহার করেছে। তাদের নিয়ে সবাই খেলেছে, কিন্তু কাজের কাজ করে নাই।

সোমবার (৬ জানুয়ারি) শেরপুরের নালিতাবড়ী উপজেলায় দিনব্যাপী শীতবস্ত্র ও কম্বল বিতরণকালে পাঁচগাঁও দাখিল মাদরাসা প্রঙ্গনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে মাদরাসা ও কওমি মাদরাসাকে শিক্ষা কারিকুলামের আওতায় এনেছেন। কাজেই কারিকুলামের নিয়ম মেনেই পড়ালেখা করাতে হবে। ফ্রি স্টাইলে পড়ালে চলবে না।

তিনি আরও বলেন, এখন বাড়ি থেকে ডেকে এনে কেউ চাকরি দেবে না। ওই দিন বাংলাদেশ থেকে চলে গেছে। এখন প্রতিযোগিতার মধ্যে টিকে থেকেই চাকরি নিতে হবে। কাজেই ফলাফল যদি ভালো না করেন তার জন্য প্রথম দায়ী থাকবেন অভিভাবক, তারপর শিক্ষকরা।

মতিয়া চৌধুরী আত্মসমালোচনা করে বলেন, আমি যে খুব জনপ্রিয় তা না, আমি প্রয়োজনীয়। আমি আপনাদের প্রয়োজনটা সাধ্যমত মেটাতে চেষ্টা করি। নিজের বিবেককে ঠিক রেখে, পরিস্কার রেখে। আমার কথাবার্তা যে মধুর, তাও আমি দাবি করব না। আমি আপনাদের প্রয়োজনীয় প্রতিনিধি, প্রিয় প্রতিনিধি না। জনপ্রিয়তার জন্য এর পকেট কেটে ওরে দেয়া, এই কলসির পানি ওই কলসিতে দেয়া- ওই অভ্যাস সারাজীবন প্র্যাকটিস করিনি, এখনও আর করতে চাই না।

এ সময় উপস্থিত ছিলেন- শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মুহা. বিল্লাল হোসেন, নালিতাবাড়ী সার্কেল এসপি জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. আরিফুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ- সভাপতি আব্দুস সবুর মিয়া, সাধারণ সম্পাদক ফজলুল হক, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতারা।

এ দিন মতিয়া চৌধুরী নালিতাবাড়ী উপজেলার পৌরসভাসহ ১২টি ইউনিয়নের সব প্রাথমিক, এবতেদায়ী মাদরাসা ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শীতার্তদের মাঝে কম্বল ও ৫১৮ জন শিক্ষার্থীদের হাতে নগদ ৫শ’ করে টাকা করে তুলে দেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ