রবিবার, ১১ জানুয়ারি ২০২৬ ।। ২৭ পৌষ ১৪৩২ ।। ২২ রজব ১৪৪৭


রওশন ছাড়া জাপার ৩৭ প্রেসিডিয়ামের নাম ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নবম সম্মেলনের মধ্য দিয়ে নবগঠিত জাতীয় পার্টির ৪১ প্রেসিডিয়াম সদস্যের মধ্যে ৩৭ জনের নাম ঘোষণা করা হয়েছে।

গতকাল সোমবার দলটির চেয়ারম্যান জি এম কাদের এসব নাম ঘোষণা করেন। তবে এ তালিকা নাম নেই পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদসহ বেশ কয়েকজন পুরনো প্রেসিডিয়াম সদস্যের।

গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানা যায়, প্রেসিডিয়ামে স্থান পাওয়ারা হলেন মো. আবুল কাশেম (টাঙ্গাইল), হাফিজ উদ্দিন আহমেদ (ঠাকুরগাঁও), গোলাম কিবরিয়া টিপু (বরিশাল), সাহিদুর রহমান টেপা (গোপালগঞ্জ), শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম (মুন্সীগঞ্জ), অধ্যাপিকা মাসুদা এম রশীদ চৌধুরী এমপি (চট্টগ্রাম), ফখরুল ইমাম এমপি (ময়মনসিংহ), সৈয়দ মুহাম্মদ আব্দুল মান্নান (মানিকগঞ্জ),মাসুদ পারভেজ সোহেল রানা (বরিশাল)।

হাবিবুর রহমান (গাইবান্ধা), সুনীল শুভ রায় (খুলনা), এস.এম. ফয়সল চিশতী (কুমিল্লা), মীর আব্দুস সবুর আসুদ (ঢাকা), মাহমুদুল ইসলাম চৌধুরী (চট্টগ্রাম), হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন (ঢাকা), মো. আজম খান (গাজীপুর), এটিইউ তাজ রহমান (সিলেট), সোলায়মান আলম শেঠ (চট্টগ্রাম), নাসরিন জাহান রতনা এমপি (পটুয়াখালী), আব্দুর রশীদ সরকার (গাইবান্ধা), সফিকুল ইসলাম সেন্টু (ঢাকা), ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী (গাইবান্ধা)।

মিজানুর রহমান (বরগুনা), সৈয়দ দিদার বখ্‌ত (সাতক্ষীরা), নাজমা আখতার এমপি (ফেনী), আব্দুস সাত্তার মিয়া (গাজীপুর) , আলমগীর সিকদার লোটন (নারায়ণগঞ্জ), ইমরান হোসেন মিয়া (চাঁদপুর), মেজর (অব.) রানা মো. সোহেল এমপি (নীলফামারী), লিয়াকত হোসেন খোকা এমপি (নারায়ণগঞ্জ), এ কে এম সেলিম ওসমান (নারায়ণগঞ্জ), নাসির মাহমুদ (ঝালকাঠি) এবং মো. জহিরুল ইসলাম (টাঙ্গাইল)।

পীরজাদা শফিউল্লাহ আল মনির (টাঙ্গাইল), লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী (ফেনী), মোস্তাফিজুর রহমান মোস্তফা (রংপুর), রেজাউল ইসলাম ভূঁইয়া (বি-বাড়িয়া)।

নাম নেইদের মধ্যে রওশন এরশাদ ছাড়াও রয়েছেন সিনিয়র নেতা এম এ সাত্তার, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, নূর ই হাসনা লিলি চৌধুরীসহ আরও কয়েকজন। এরশাদ দলটির চেয়ারম্যান থাকাকালে কমিটিতে তার নামের পরেই স্ত্রী রওশনের নাম রাখতেন। দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম প্রেসিডিয়ামের প্রত্যেকটি তালিকায় নাম থাকলেও এবারই তার নাম দেখা যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে জাপার প্রেসিডিয়াম সদস্য ও যুব সংহতির সভাপতি আলমগীর সিকদার লোটন বলেন, সংশোধিত গঠনতন্ত্রে রওশন এরশাদকে দলের সুপ্রিম পদ দেয়া হয়েছে। তিনি ও কো-চেয়ারম্যানরা সর্বোচ্চ জায়গায় থাকায় প্রেসিডিয়ামের সদস্য হতে পারেন না। তাই কো-চেয়ারম্যানের পর থেকে প্রেসিডিয়ামের জন্য বাছাই করা হয়েছে।

এর আগে জাপার অতিরিক্ত মহাসচিব হিসেবে ৮ বিভাগে ৮ জনকে মনোনয়ন দিয়েছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। তারা হলেন বরিশাল বিভাগে গোলাম কিবরিয়া টিপু এমপি।

খুলনা বিভাগে সাহিদুর রহমান টেপা, রাজশাহী বিভাগে শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, ময়মনসিংহ বিভাগে ফকরুল ইমাম এমপি, সিলেট বিভাগে এটিইউ তাজ রহমান, রংপুর বিভাগে শামীম হায়দার পাটোয়ারী এমপি, চট্টগ্রাম বিভাগে মো. রেজাউল ইসলাম ভুঁইয়া এবং ঢাকা বিভাগে লিয়াকত হোসেন খোকা এমপি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ