রবিবার, ১১ জানুয়ারি ২০২৬ ।। ২৭ পৌষ ১৪৩২ ।। ২২ রজব ১৪৪৭


বায়ুদূষণে আবারও শীর্ষে ঢাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বের সবচেয়ে দূষিত নগরীর তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার নাম আবারও উঠে এসেছে। তারপরেই দ্বিতীয় ও তৃতীয় দূষিত শহরের তালিকায় আছে যথাক্রমে ভারতের দিল্লি ও পাকিস্তানের করাচি শহর।

বৈশ্বিকভাবে বায়ুদূষণ পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা যুক্তরাষ্ট্রভিত্তিক এয়ার ভিজ্যুয়ারের তথ্যানুযায়ী, সোমবার রাত পৌনে ৮টা নাগাদ বিশ্বের অন্যতম প্রধান শহরগুলোর মধ্যে রাজধানী ঢাকার বাতাস ছিল সবচেয়ে বেশি দূষিত।

সোমবার ঢাকার অধিকাংশ জায়গায় বাতাসের মান ছিল ভীষণ ‘অস্বাস্থ্যকর’। ঢাকাসহ দেশের বেশিরভাগ স্থানে সোমবার তাপমাত্রা কমতে শুরু করায় বাড়ে বায়ুদূষণের মাত্রা। মান খারাপ হতে শুরু করে বাতাসের।

সোমবার দেশের সবচেয়ে কম তাপমাত্রা ছিল রাজশাহীতে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

ইটভাটা, বর্জ্য ব্যবস্থাপনা, ব্যাপক খোঁড়াখুড়ি, কলকারখানা ও গাড়ির কালো ধোঁয়াও বাতাসকে মারাত্মকভাবে দূষিত করেছে।

উল্লেখ্য, বিশ্বের ১০টি দেশের মধ্যে বায়ুদূষণের কারণে মৃত্যুর সংখ্যায় পঞ্চম অবস্থানে বাংলাদেশ। ২০১৭ সালে বায়ুদূষণের কারণে সারাবিশ্বে ১ লাখ ২২ হাজার ৪০০ মানুষের মৃত্যু হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ