আওয়ার ইসলাম: রাজধানী কুর্মিটোলা এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী ধর্ষণের ঘটনায় সড়কের পাশের দুটি সিসিটিভি ফুটেজ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তী।
আজ মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
সুদীপ কুমার চক্রবর্তী বলেন, ঘটনাস্থলের আশপাশের দু’টি সিসিটিভির ফুটেজ উদ্ধার করা হয়েছে। দু’টি ফুটেজই ওই সড়কের পাশে লাগানো ক্যামেরার। ফুটেজগুলো বিশ্লেষণ করা হচ্ছে।
ডিসি বলেন, এ ঘটনায় দায়ের করা মামলাটি ডিবি উত্তরে হস্তান্তর করা হয়েছে। আশা করছি, তথ্যপ্রযুক্তির মাধ্যমে দ্রুতই প্রকৃত অপরাধীকে শনাক্ত করা যাবে।
এদিকে নিপীড়নের শিকার ছাত্রী শারীরিক ও মানসিকভাবে এখন অনেকটাই সুস্থ আছেন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন। আজ দুপুর সাড়ে ১২ টার দিকে এক প্রেস বিফ্রিংয়ে তিনি জানান, ধর্ষণের শিকার ওই ছাত্রীকে দু’একদিনের মধ্যে ছেড়ে দেয়া হবে।
-এএ