মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


যুদ্ধের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত শুক্রবার ইরাকের মার্কিন বিমান হামলায় ইরানি কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানিসহ ১০ জন নিহত হয়েছেন। মধ্যপ্রাচ্যে আরো সেনা পাঠানো হচ্ছে। এসব সিদ্ধান্তের বিরুদ্ধে ওয়াশিংটন ও অন্যান্য শহরে গতকাল শনিবার বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ।

নিউইয়র্ক টাইমস জানায়, হোয়াইট হাউজের বাইরেও বিক্ষোভ হয়েছে বলে জানা গেছে। এরপর কয়েকটি ব্লক পরেই ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের দিকে অগ্রসর হয় ওই র‌্যালি। একই রকম বিক্ষোভ হয়েছে নিউ ইয়র্ক, শিকাগো ও অন্যান্য শহরে।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর উত্তাল হয়ে ওঠে আন্দোলনে। ওয়াশিংটনে বিক্ষোভকারীরা ব্যানার ফেস্টুন নিয়ে নেমে আসে রাস্তায়। ব্যানারে লেখা ছিল ‘ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধ বা অবরোধ নয়’ এবং ‘ইরাক থেকে মার্কিন সেনারা বেরিয়ে যাও’।

ওয়াশিংটনের বিক্ষোভে বক্তব্য রাখেন অভিনেত্রী ও অধিকারকর্মী জেন ফন্ডা। গত বছর ক্যাপিটলের সামনে জলবায়ু পরিবর্তন বিরোধী এক বিক্ষোভের সময় তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

৮২ বছর বয়সী ফন্ডা শনিবারের বিক্ষোভে বক্তব্যকালে বলেন, বিক্ষোভে উপস্থিত তরুণ সমাজকে জানতে হবে যে, তোমাদের জন্মের পর থেকে যতগুলো যুদ্ধ হয়েছে তার সবই হয়েছে তেলের জন্য। শুধু তেলের জন্য আমরা আমর কোনো মানুষের প্রাণহানী হতে দিতে পারি না। কোনো মানুষকে হত্যার শিকার হতে দিতে পারি না। পরিবেশ ধ্বংস করে দিতে পারি না। সূত্র: নিউইয়র্ক টাইমস

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ