মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


প্রতিশোধ নেয়ার হুমকি ইরানের, সংযমের আহ্বান সৌদির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হামলায় ইরানি জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার ঘটনায় সৌদি আরব সংযমের আহ্বান করেছেন। এদিকে এ হামলার প্রতিশোধের হুমকি দিয়েছে ইরান।

আরব নিউজ জানায়, সৌদির সঙ্গে এ হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র কোনো পরামর্শ করেনি। রোববার এক কর্মকর্তার বরাতে এ খবর জানিয়েছে এএফপি।

সৌদি আরবের উচ্চপদস্থ এক কর্মকর্তা এএফপিকে বলেন, মার্কিন হামলার বিষয়ে সৌদি আরবের সঙ্গে কোনো আলোচনা হয়নি। তবে দ্রুত উত্তেজনা বৃদ্ধির ক্ষেত্রে ভূমিকা রাখা পদক্ষেপের বিষয়ে সতর্ক থেকে সংযম চর্চায়ই গুরুত্ব দিচ্ছে তারা। কারণ এতে মারাত্মক পরিণতি নিয়ে আসতে পারে।

তাই সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় সংযমের আহ্বান জানিয়েছে। শনিবার ইরাকি প্রেসিডেন্ট বাহরাম সালেহকে ফোনে উত্তেজনা কমাতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে জোর দিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।

দেশটির সংবাদসংস্থা জানিয়েছে, ইরাকি প্রধানমন্ত্রী আদেল আবদেল মাহদিকে আলাদা ফোন করে পরিস্থিতি শান্ত করতে ও উত্তেজনা কমাতে আহ্বান জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

জানা যায়, সংযমের আহ্বান জানাতে আগামী কয়েক দিনের মধ্যে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন সফরে উপপ্রতিরক্ষামন্ত্রী ও ছোট ভাই প্রিন্স খালিদ বিন সালমানকে নির্দেশনা দিয়েছেন দেশটির সিংহাসনের এই উত্তরসূরি।

সূত্র: আরব নিউজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ