আবদুল্লাহ তামিম: নাগরিকত্ব বিলের বিরুদ্ধে ভারতের হায়াদ্রাবাদে বিক্ষোভে নেমে এসেছে লাখো মানুষ। নগরীর মাসাব ট্যাঙ্ক থেকে ধর্না চক পর্যন্ত এলাকা, শনিবার (৪ জানুয়ারি) মুখর হয়ে ওঠে মোদিবিরোধী শ্লোগানে।
বাসিরাত অনলাইন জানায়, এ আন্দোলনে মুসলিম ও অমুসলিম এক কাতারে নেমে আসে। নাগরিক অধিকার বিষয়ক প্রায় ৪০টি সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয় এ বিক্ষোভ। এ বিক্ষোভে অংশ নেন কমপক্ষে এক লাখ সাধারণ জনতা।
সংশোধিত নাগরিকত্ব আইন- এর পাশাপাশি, নাগরিকত্ব তালিকা এবং নাগরিকপঞ্জি এরও বিরোধিতা করেন বিক্ষোভকারীরা। ‘মিলিয়ন মার্চ’ নামের এ আন্দোলন কর্মসূচি হয় পাশ্ববর্তী সিকান্দারবাদসহ আরও বেশ কিছু শহরেও। আইনজীবী, সাংবাদিক, সাহিত্যিকসহ বিভিন্ন পেশাজীবিরা যোগ দেন শান্তিপূর্ণ এ বিক্ষোভে।
উল্লেখ্য, নাগরিকত্ব ইস্যুতে বিজেপি সরকারের বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদে ভারতে সাম্প্রতিক সহিংসতায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২৭ বিক্ষোভকারী।
সূত্র: বাসিরাত অনলাইন
-এটি
