মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


জরিপ: ব্রিটেনে মুসলিম জনসংখ্যা বেড়েছে রেকর্ড সংখ্যক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রিটেনে সবচেয়ে বিকাশমান ধর্ম হিসেবে স্বীকৃতি পেয়েছে ইসলাম। আগের যেকোনো সময়ের তুলনায় দেশটিতে মুসলিমদের সংখ্যা বেড়েছে কয়েকগুন।

শুক্রবার প্রভাবশালী ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরোর করা একটি সমীক্ষার ভিত্তিতে এই তথ্য জানানো হয়েছে।

ব্রিটেনে খৃষ্টধর্ম অনুসারীদের সংখ্যা হ্রাসের মোকাবেলায় মুসলিমদের সংখ্যা বৃদ্ধির এই উত্থান বলে দাবি করেছে গণমাধ্যমটি।

ব্রিটিশ জাতীয় পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, নতুন আদমশুমারী অনুযায়ী দেশটির বর্তমান মুসলিমদের সংখ্যা ৩০ থেকে ৪০ লক্ষের মাঝামাঝিতে অবস্থান করছে। আগের যেকোনো সময়ের তুলনায় ব্রিটেনে এটাই মুসলিমদের সর্বোচ্চ সংখ্যাগরিষ্ঠতা।

২০১১ সালে ব্রিটেনের মোট জনসংখ্যার ৪.৭ শতাংশ ছিল মুসলিম। ২০১৬ সালে ৫.৬ শতাংশ-এসময় মুসলিমদের সংখ্যা ছিল ৩০ লক্ষ ৯২ হাজার। আর ২০২০ সালে এসে মুসলিমদের সংখ্যা ৩০ লক্ষ ছাড়িয়ে প্রায় ৪০ লক্ষ ছুঁই ছুঁই।

ব্রিটেনে খৃষ্টানরা সংখ্যাগরিষ্ঠ জাতি হলেও দিনদিন তাদের সংখ্যার অবনতি হচ্ছে, ২০১১ সালের ৫৯.৬ শতাংশ থেকে নেমে ২০২০ সালে তাদের সংখ্যা ৫৬.৬ -এ দাঁড়িয়েছে।

আল জাজিরা আরবি অবলম্বনে বেলায়েত হুসাইন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ