আওয়ার ইসলাম: খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য হাফেজ মাওলানা জিন্নাত আলীর মা বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার রাতে নড়াইলের কালিয়া উপজেলার কামশিয়াস্থ নিজ বাড়ীতে ইন্তেকাল করেন।
মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি ৩ ছেলে ১ মেয়ে নাতি-নাতনিসহ বহু গুনগ্রাহী রেখে যান। গতকাল শুক্রবার বাদ জুমা জানাজা শেষে পারিবারিক গোরস্তানে তাকে দাফন করা হয়।
মাওলানা জিন্নাত আলীর মায়ের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।
আজ এক যৌথ শোক বাণীতে নেতৃদ্বয় মরহুমা আমেনা বেগমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
-এএ