মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


কাশ্মীর সীমান্তে মাইন বিস্ফোরণে ৪ ভারতীয় সেনা আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাশ্মীরের ভারত-পাকিস্তান সীমান্তে নিয়ন্ত্রণ রেখার কাছে মাইন বিস্ফোরণে কর্মকর্তাসহ ভারতীয় ৪ সেনা জওয়ান গুরুতর আহত হয়েছেন।

ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে জম্মু-কাশ্মিরের নৌশেরা সেক্টরের কালাল এলাকায় এক বিস্ফোরণে ওই সেনা জওয়ানরা আহত হন।

সেনা বাহিনীর এক লেফটেন্যান্টসহ আহত চার সেনা সদস্যকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত দুই জন সেনাকে হেলিকপ্টারের সাহায্যে উধমপুর সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংশ্লিষ্ট এলাকা ঘেরাও করে সেখানকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সামরিক সূত্রে প্রকাশ, সেনাবাহিনীর টহলদারী দল সীমান্তবর্তী অঞ্চলে সফরে ছিল। এই সময় ওই বিস্ফোরণ ঘটে।

এর আগে গত ৩১ ডিসেম্বর পুঞ্চের নিয়ন্ত্রণ রেখা ‘এলওসি’ সংলগ্ন একটি গ্রামে মাইন বিস্ফোরণে স্থানীয় বাসিন্দা এক যুবক গুরুতর আহত হন। আরিফ হুসেন (১৯) নামে আহত ওই যুবকের ডান পায়ে আঘাত লাগলে অপারেশন করার পরে চিকিৎসকদের তা বাদ দিতে হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ