আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস পাইপলাইনে লিকেজের কারণে একটি ফ্ল্যাটে বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় পাইনাদী সিআইখোলার ছয়তলা বিশিষ্ট ইতালি ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- কবির হোসেন (৬৫), তার স্ত্রী রেখা বেগম (৫৫) ও মেয়ে সুফিয়া (২৮)।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, পাইনাদী সিআইখোলা এলাকায় সুফিয়া বেগমের মালিকানাধীন ইতালি ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে কবির হোসেন পরিবার নিয়ে থাকেন। গতকাল ভোরে রান্নাঘরে ম্যাচের কাঠি জ্বালালে জমে থাকা গ্যাসে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।
এতে রান্নাঘরসহ তিন কক্ষে আগুন ধরে যায়। এতে পুড়ে যায় আসবাবপত্র। ভেঙে যায় বাসার দরজা ও থাইগ্লাসের জানালা। বিস্ফোরণের শব্দ শুনে প্রতিবেশী ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভায়। পরে দগ্ধ অবস্থায় কবির হোসেন, রেখা বেগম ও সুফিয়াকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মুহা. শাহজাহান জানান, ধারণা করা হচ্ছে গ্যাসের চুলার গোড়ায় পাইপে লিকেজ ছিল। অথবা চুলা বন্ধ না করেই পরিবারের লোকজন ঘুমিয়ে পড়েছিল। এতে রাতভর দরজা-জানালা বন্ধ থাকায় বাসায় ভেতরে গ্যাস জমে যায়। ভোরে কেউ চুলা জ্বালাতে গেলে এ বিস্ফোরণ ঘটে। তবে ফায়ার সার্ভিস পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবদুল খান জানান, দগ্ধদের মধ্যে কবির হোসেনের শরীর ৫৫ ভাগ, রেখা বেগমের ২০ ভাগ ও সুফিয়ার ৫ ভাগ পুড়ে গেছে। কবির হোসেনের অবস্থা আশঙ্কাজনক।
-এএ