আওয়ার ইসলাম: নির্বাচিত হলে তিন মাসের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) নাগরিকের মৌলিক সেবা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
বুধবার সুপ্রিম কোর্টে আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে যোগদান শেষে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তাপস বলেন, আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে ইনশাআল্লাহ প্রথম ৯০ দিনে মৌলিক সেবাগুলো নিশ্চিত করব। সিটি করপোরেশন নির্বাচনে যদিও আমি নতুন। কিন্তু ঢাকা-১০ আসনে আমি দীর্ঘদিন সংসদ সদস্য হিসেবে কাজ করেছি। সেখানে অনেক প্রতিকূলতার মধ্যে উন্নয়ন কাজ করেছি। ঢাকাবাসীর উন্নয়ন ও উন্নত রাজধানী উপহার দেয়ার জন্য আমি কাজ করব।
তিনি আরও বলেন, তরুণ সমাজ পর্যাপ্ত খেলাধুলা থেকে বঞ্চিত। ঢাকা দক্ষিণের সবগুলো ওয়ার্ডে পর্যাপ্ত খেলার সুবিধা নেই। এটা আমাদের করতে হবে। সেখানে প্রতিটি ওয়ার্ডে যেন খেলার মাঠ এবং পরিবেশ থাকে সেটি লক্ষ্য রাখব। এটা একটা দীর্ঘমেয়াদী কার্যক্রম। আমরা ৩০ বছর মেয়াদী মহাপরিকল্পনা করব।
আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচন অনুষ্ঠিত হবে। দুই সিটিতেই ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। ওইদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।
-এএ